World Cup 2023: দীর্ঘ ১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। শেষবার ২০১১ সালে, ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সাথে একত্রে টুর্নামেন্টের আয়োজন করেছিল। এই প্রথম ভারত একাই টুর্নামেন্ট আয়োজন করবে। এটি হবে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির চতুর্থ বিশ্বকাপ। মনে করা হচ্ছে শেষবারের মতো এই টুর্নামেন্টে দেখা যাবে তাকে।
২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে ছিলেন বিরাট। তখন তার বয়স ছিল ২৩ বছর। কোহলিও ২০১৫ সালে সেমিফাইনালে যাওয়া দলের সদস্য ছিলেন। সেই সময় অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এর পর ২০১৯ সালে, তার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া সেমিফাইনালে হেরেছিল। তবে এবার মনে করা হচ্ছে, কেরিয়ারের শেষ প্রান্তে এসে একার ক্যারিশমাতেই দেশকে বিশ্বকাপের ট্রফি দেবেন বিরাট।
Read More: WI vs IND: প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ল ভারত, বিরাটের শতরানের ভারে অনন্ত চাপে ওয়েস্ট ইন্ডিজ !!
অভিজ্ঞ বিরাট দায়িত্ব নিয়ে খেলবেন
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র ২৩ বছর বয়সেই বিশ্বকাপ জেতেন বিরাট। সেদিনের তরুণ কোহলি আজ সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। তাই এবার ভারতের মাটিতে খেলার অন্যরকম অনুভূতি হবে বিরাটের। সিনিয়র ক্রিকেটার হিসাবে কীভাবে দায়িত্ব নিয়ে খেলতে হয়, সেটাও ভালভাবে উপলব্ধি করেছেন। কেরিয়ারের এরকম সময়ে আবারও ঘরের মাটিতে বিশ্বকাপ জেতার জন্য বাড়তি তাগিদ থাকবে তার মধ্যে। আর সেটাই তাকে আসন্ন বিশ্বকাপে সেরার সেরা করে তুলতে পারে। তিনি ভালো করেই জানেন দেশের মাটিতে কাপ জিততে হলে ঠিক কী করতে হবে।
রানের মধ্যেই রয়েছেন বিরাট
ঘরের মাঠে বিরাটের সামনে আবার সুযোগ রয়েছে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জেতার। সেই সুযোগটা মোটেও হাতছাড়া করতে চাইবেন না তিনি। এখনও পর্যন্ত কোহলি ২৭৪টি ওয়ানডে মিলে ১২,৮৯৮ রান করেছেন তার কেরিয়ারে এবং তিনি ৪৬ টি সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে চলতি বছরও ব্যাট হাতে ফর্মে রয়েছেন বিরাট। ২০২৩ আইপিএলে আরসিবির হয়ে দুরন্ত ছন্দে দেখা যায় তাকে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপেও রান পান তিনি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও রান আসছে তার ব্যাট থেকে। সব মিলিয়ে তাই বলা যেতেই পারে যে, আসন্ন বিশ্বকাপে ভারতের সেরা বাজি হয়ে উঠবেন ‘কিং বিরাট।