WI vs IND: একের পর এক পরাজয় টিম ইন্ডিয়াকে নাস্তাবাবুদ করে দিচ্ছ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে অস্ট্রেলার কাছে পরাজিত হওয়ার পর ভারতীয় দলের সামনে রয়েছে তৃতীয় সিজিনের জন্য এই চ্যাম্পিয়নশীপে অংশ নেওয়া। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তারা খেলতে চলেছে প্রথম টেস্ট, আগামী ১২ ই জুলাই থেকে শুরু হতে চলেছে। এই সিরিজ উইন্ডিজ মাটিতে দুটি টেস্ট ওডিআই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
আর এই সিরিজ বিরাট কোহলির (Virat Kohli) একটি গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে। ক্যারিয়ারে একাধিক অসংখ্য ইনিংস খেলার পর এবার তার কাছে বড় সুযোগ আসতে চলেছে নিজেকে পুনরায় প্রমান করার। এই তিন কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ‘বিরাট’ পারফরমেন্স করে দেখাবেন কোহলি।
Read More: ট্রফি দিতে না পারায় কোচকে ছাঁটাই LSG’র, কেএল রাহুলদের নতুন হেড স্যার হচ্ছেন এই প্রাক্তন অজি !!
১. দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি
ভারতীয় ক্রিকেটে অন্যতম বড় নাম হলো বিরাট কোহলি (Virat Kohli)। বিগত কয়েক বছর ধরেই বিরাট কে নিয়ে বেশ চর্চা চলছে। আসলে তিন বছর শতরানের মুখ দেখেননি বিরাট, তবে শতরানের মুখ দেখতে না দেখতেই তিনি ইতিমধ্যে ওডিআই ক্রিকেটে তিনটি শতরান, টেস্ট ক্রিকেটে ও টি-টোয়েন্টি ক্রিকেটে একটি করে শতরান হাকিয়ে ফেলেছেন। যার ফলে তিনি আবার তার পুরানো ফর্মেই ফিরে এসেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের কথা বাদ দিলেও আইপিএলে বেশ ভালো ফর্ম দেখিয়েছেন তিনি।
পরস্পর দুটি শতরানো দেখা গিয়েছে বিরাটের ব্যাট থেকে, এই ফর্ম নিয়েই কোহলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। তবে আবার একবার অফ স্টাম্পের বাইরের বলে কভার ড্রাইভ মারতে গিয়ে নিজের উইকেট হারান। পাশাপাশি বিরাট কোহলির কাছে আবার একবার সুযোগ আছে উইন্ডিজের বিরুদ্ধে নিজের বিরাট ফর্ম দেখানোর।
২. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো খেলেন কোহলি
ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধে বরাবরই ভালো খেলে থাকেন বিরাট কোহলি। আপাতত তাদের বিরুদ্ধে তিনি ১৪ টি ম্যাচ খেলেছেন যেখানে ১৯ টি ইনিংসে তাকে ব্যাটিং করতে দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচটি অর্ধ শতরান এবং দুটি শত রান করেছেন বিরাট। এমনকি তার সর্বাধিক স্কোর হলো ২০০, যেটি তিনি গত সিরিজে করেছিলেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে ৮২২ সালে বানিয়েছেন এবং তার গড় ৪৩.২৬।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনি ৯ টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ১৩ বার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ও ৩৫.৬২ ব্যাটিং গড়ে ৪৬৩ রান বানিয়েছেন যেখানে একটি দ্বিশতরানের ইনিংসও খেলেছিলেন। বরাবরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ভালো খেলে থাকেন যে কারণে এই সিরিজে করবেন কামাল।
৩. দলে টিকে থাকবে করবেন পারফর্ম
বর্তমানে ভারতীয় দলকে তরুণদের উপরে হস্তান্তর করা হতে পারে। কারণ ইতিমধ্যেই বেশ কয়েকজন তরুণ প্লেয়ারকে দলে সুযোগ দেওয়া হয়েছে। চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) মত টেস্ট স্পেশালিস্ট কে এই সিরিজে বাতিল করা হয়েছে। যে কারণে বোঝাই যাচ্ছে পারফরম্যান্স দেখাতে না পারলে দল থেকে বাদ পড়তে হবে প্লেয়ারকে। এই অবস্থায় বিরাট কোহলির নাম শীর্ষস্থানে আসে। কারণ বিগত তিন বছর ধরে তার ব্যাটিং পারফরম্যান্স অবনতি দেখা গিয়েছে।
বিশেষ করে টেস্ট ফরম্যাটে, গত ৩ বছর তিনি ২৫ এর কম গড়েও রান বানিয়েছেন। কেবলমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি একটি শতরান হাঁকিয়ে ছিলেন। তবে আগামী দিনে তার পারফরমেন্সের উপরে নির্ভর করতে হবে তার দলের টিকে থাকা। চাপের মুখে তাকে পারফরম্যান্স দেখাতে হবে, আর বারবার চাপের মুখে ভালো খেলে থাকেন তিনি। আশা করা হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তিনি ভালো খেলবেন।