খবরের শিরোনামে বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শ্রেষ্ঠ তারকা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ত্রিনিদাদের ক্যুইন্স পার্ক ওভালে নিজের কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচটি খেললেন। রাজকীয় এক শতরানে ৫০০তম ম্যাচ স্মরণীয়ও করে রাখলেন বিরাট। টেস্টের পর একদিনের সিরিজে কোহলির (Virat Kohli) ব্যাটে রান দেখার অপেক্ষায় ছিলেন ভারতীয় সমর্থকেরা। বর্তমানে একদিনের ক্রিকেটে ১২৮৯৮ রানে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। ১০২ রান করে ১৩০০০ রানের মাইলস্টোন উইন্ডিজের বিরুদ্ধে স্পর্শ করুন প্রিয় তারকা। এমনটাই চেয়েছিলেন সমর্থকেরা। কিন্তু সেই আশা পূরণ হয় নি আর।
কেরিয়ারে প্রথমবার কোনো একদিনের সিরিজে এক বলও ব্যাটিং করার সুযোগ পেলেন না কোহলি (Virat Kohli)। প্রথম একদিনের ম্যাচে তিনি দলে থাকলেও ব্যাটিং অর্ডারে তাঁকে নীচের দিকে পাঠিয়ে দেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। দরকার পড়ে নি মাঠে নামার। আর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে প্রথম একাদশেই রাখা হয় নি তাঁকে। সময় কেটেছে সাজঘরে বসে। কখনও সতীর্থদের জল খাওয়াতে মাঠে এসেছেন ‘বিব’ চাপিয়ে। আবার কখনও অতিরিক্ত ফিল্ডারের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তিনি ‘কিং কোহলি।’ মাঠে না নামলেও সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা ঠিকই ধরেছে তাঁকে। ডাগ-আউটে বসে থাকা বিরাটের (Virat Kohli) হাতে বাঁধা ঘড়িটি জন্ম দিয়েছে কৌতূহলের।
Read More: Asia Cup 2023: ভারতীয় ভক্তদের জন্য দুঃসংবাদ, এশিয়া কাপ থেকে পড়ছেন এই দুই ম্যাচ উইনার ক্রিকেটার !!
হাজার কোটির মালিক বিরাট কোহলি-

সম্প্রতি এক সংস্থার তরফ থেকে বিরাট কোহলির (Virat Kohli) সম্পত্তির হিসাব প্রকাশ করা হয়েছে। তাঁর নেট ওয়ার্থ ছাড়িয়েছে ১০০০ কোটির গন্ডী। সংস্থার হিসাব অনুযায়ী কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১০৫০ কোটি বা ১২৬ মিলিয়ন মার্কিন ডলার। বোর্ডের থেকে বার্ষিক ৭ কোটি টাকা পান তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের সাথে তাঁর চুক্তির পরিমাণ ১৫ কোটি টাকা। এছাড়াও বিজ্ঞাপন থেকে কোহলির আয় আকাশছোঁয়া। ইন্সটাগ্রাম দুনিয়ায় তৃতীয় জনপ্রিয়তম অ্যাথলিট কোহলি (Virat Kohli), প্রতি পোস্টের জন্য নেন ৮.৯ কোটি টাকা। এছাড়া ট্যুইটারে পোস্ট পিছু তাঁর দর ২.৫ কোটি টাকা। বিজ্ঞাপনী কাজে একদিনের শ্যুটিং করতে কোহলির দক্ষিণা ৭.৫ কোটি থেকে ১০ টাকার মধ্যে।
জনপ্রিয়তার নিরিখে বিশ্বের তাবড় ক্রীড়াব্যক্তিত্বদের পিছনে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বর্তমানে তাঁর ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা ২৫ কোটি ৬০ লাখের বেশী। সংখ্যার নিরিখে সোশ্যাল মিডিয়ায় তাঁর চেয়ে জনপ্রিয় কেবল দুই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। এশিয়াতে জনপ্রিয়তার নিরিখে তাঁর ধারেকাছেও কেউ নেই। জনপ্রিয়তার পাশাপাশি আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও অন্যান্য সকল ক্রীড়াবিদকে পিছনে ফেলেছেন তিনি।
চর্চায় কোহলির বহুমূল্য ঘড়ি-

দেশের ধনীতম অ্যাথলিট তিনি। মাঠের উপার্জনের পাশাপাশি বিভিন্ন স্টার্ট আপ সংস্থাও বিনিয়োগ রয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। সাথে রয়েছে নিজস্ব রেস্তরাঁ চেন,ক্লোদিং লাইন এবং অন্যান্য ব্যবসাও। হাজার কোটির মালিক কোহলি (Virat Kohli) যে বিলাসব্যসনে জীবন কাটাবেন তা বলাই বাহুল্য। ওরলিতে যে ফ্ল্যাটে কন্যা ভামিকা ও অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে বাস করেন বিরাট, তাঁর বাজারমূল্য ৩৪ কোটি টাকার কাছাকাছি। এছাড়া তাঁর গ্যারাজে রয়েছে বেশ কয়েকটি দামী গাড়ি। তার মধ্যে উল্লেখযোগ্য অডি আরএস ফাইভ কুপ, বেন্টলি ফ্লাইং স্পার ইত্যাদি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাগ-আউটে বসে ছিলেন বিরাট (Virat Kohli)। তাঁর হাতে যে ঘড়িটি দেখা গিয়েছে তা উঠে এসেছে চর্চায়।
বিরাটের ঘড়ির শখ এর আগেও চর্চার বিষয় হয়েছিলো। তাঁর রোলেক্স ডেটোনা ইভ রোজগোল্ড ঘড়িটি্র দাম ৬৯ লাখ জেনে চক্ষু চড়কগাছ হয়েছিলো সাধারণ ক্রিকেটভক্তদের। এবার ক্যারিবিয়ান সফরে তাঁর কবজিতে যে ঘড়িটি ধরা পড়লো তার দাম ছাড়িয়ে গেলো পূর্বের রোলেক্সটিকেও। কোহলির (Virat Kohli) হাতে যে ঘড়িটি দেখা গিয়েছে তাঁর নাম Patek Philippe Advantum। লাক্সারী ব্র্যান্ডের এই ঘড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় এক বা দুই লাখ নয়, এমনকি দশ বা কুড়ি লাখও নয়। এটি কিনতে গেলে খরচ করতে হবে ৮৫ লাখ টাকা। ঘড়ির দাম সামনে আসার পর আঁতকে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে বলছেন ‘এমন ঘড়ি তো কিং কোহলির’ হাতেই মানায়।