ক্যাপ্টেনসি চেয়েছিলেন বিরাট, BCCI মানা করতেই টেস্ট ক্রিকেট খেলতে নারাজ কোহলি !! 1

আবার একবার ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন হতে চেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের সবথেকে সফল টেস্ট ক্যাপ্টেন হলেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে ভারত মোট ৬৮টি টেস্ট খেলেছে, যেখানে ভারত ৪০টি ম্যাচেই জয় পেয়েছিল। এমনকি তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ায় প্রথম বারের জন্য সিরিজ জিতেছিল ভারত। ২০২১ সালে অবশ্য টেস্ট ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা বিরাট কোহলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, টেস্ট দলের অধিনায়ক হিসেবে তারা বিরাটকে দেখতে চাইছে না। সূত্রের খবর, কোহলি নাকি অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই অবসরের কথা ভেবেছিলেন এবং বেশ কিছু সতীর্থদের সেই বিষয়ে জানিয়েও দিয়েছিলেন। আসলে, অস্ট্রেলিয়া সফরে ভারত ১-৩ ব্যাবধানে পরাজিত হয়েছিল এবং সেই সিরিজে বিরাট প্রথম ম্যাচে একটি ১০০ রানের ইনিংস খেলেছিলেন তবে, পুরো সিরিজ জুড়ে মাত্র ১৯০ রান এসেছিল কোহলির ব্যাট থেকে। পরস্পর টেস্ট ম্যাচে চূড়ান্ত ভাবে ব্যার্থ হয়েছিলেন কোহলি। এবার সেই ‘হতাশা’ নিয়েই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছেন কোহলি।

ব্যর্থতায় ডুবে বিরাটের টেস্ট ক্যারিয়ার

Virat kohli
Virat Kohli | Image: Getty Images

তবে, অস্ট্রেলিয়া সিরিজকে ব্যাকফুটে রেখে ভারতীয় দলের পুরো নজর চলে আসে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) উপর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রুদ্ধশ্বাস প্রদর্শন দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। যেখানে কিং কোহলির প্রদর্শন ছিল বেশ ভালোই। কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’এর মঞ্চে ৫ ম্যাচের ৫ ইনিংসে কোহলি ৫৪.৫০ গড়ে ২১৮ রান বানিয়েছিলেন। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারতীয় দলের টেস্টের ব্যর্থতা ধামাচাপা পড়েছিল। তবে, সামনের মাসেই ভারতকে উড়ে যেতে হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই এই সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে আলবিদা ঘোষণা করে দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)।

Read More: ভারতের মাটিতে হবে WTC’এর ফাইনাল, প্রস্তুতি শুরু করলো বিসিসিআই !!

অধিনায়কত্ব চেয়েও লাভ হলো না কোহলির

top-3-reason-why-kohli-is-leaving-test
Virat Kohli | Image: Getty Images

সূত্রের খবর, রোহিত শর্মার পরেই বিরাট কোহলি ইতিমধ্যেই ভারতীয় বোর্ডকে জানিয়েছেন তাঁর লাল বলের ক্রিকেটে অবসর নেওয়ার কথা। যদিও নির্বাচকরা বিরাটকে ইংল্যান্ড সফরের জন্য পরিকল্পনায় রেখেছিলেন। আর একটি সূত্রের দাবি, কোহলি নাকি আরও একবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাতে সায় দেয়নি। বোর্ড ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনো তরুণ খেলোয়াড়ের হাতেই টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবছেন। আর এই তালিকায় শুভমান গিল (Shubman Gill) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) নাম উঠে এসেছে। তবে, অন্দর মহলের খবর কোহলি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ বিসিসিআইয়ের তাকে নেতৃত্ব প্রদানে বাধা দেওয়াতেই। যদিও, বিরাটের ভবিষ্যত নিয়ে তাঁর বা বিসিসিআই কারোর পক্ষ থেকে কোনো অফিসিয়াল মন্তব্য আসেনি।

Read Also: Virat Kohli: সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বিরাট কোহলি, টেস্ট অবসরের নেপথ্যে এই তিন কারণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *