শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান। কিং কোহলি নিজেকে কার্যত ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে গড়ে তুলেছেন। টি-টোয়েন্টির পর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর এই দুই তারকা বর্তমানে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে মনোযোগ দিয়েছেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলা একদিনের সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন তারা। প্রথম ম্যাচেই শতরান করে রীতিমতো চমক দেন কোহলি। এবার তিনি বিসিসিআইয়ের (BCCI) কথা অমান্য করে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) খেলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন।
Read More: নতুন বিয়ের তারিখ ফাইনাল স্মৃতি-পলাশের, এই দিনেই সাতপাক ঘুরবেন দুজন !!
খেলবেন না বিরাট কোহলি-

আগামী ২৪ আগস্ট থেকে বিজয় হাজারে ট্রফির নতুন মরসুম শুরু হতে চলেছে। জাতীয় একদিনের দলে জায়গা ধরে রাখতে হলে রোহিত শর্মা এবং এবং বিরাট কোহলিকে এই ঘরোয়া একদিনের ক্রিকেট টুর্নামেন্ট খেলতে হবে বলে নির্দেশ দিয়েছিল বিসিসিআই। দীর্ঘদিনের এই অভিজ্ঞ তারকাদের নিয়ে ক্রিকেট বোর্ডের বিতর্কিত পদক্ষেপ রীতিমতো সমালোচনার মুখে পড়ে। রোহিত ইতিমধ্যেই মুম্বাইয়ের হয়ে খেলার সম্মতি দিয়েছেন।
কিন্তু এই ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন না বলেই জানিয়েছেন কোহলি। নির্বাচকরা বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। এই বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, “রোহিত শর্মা খেলার জন্য প্রস্তুত। এইরকম পরিস্থিতিতে একজনকে আলাদা ছাড় দেওয়া ঠিক নয়। তাহলে জুনিয়র ক্রিকেটারদের কী বলব? বোর্ড একটা স্পষ্ট নীতি তৈরি করেছে। যদি জাতীয় দলের জায়গা পাকা করতে হয় তাহলে সিনিয়র এবং জুনিয়র সবাইকে ঘোরোয়া ক্রিকেট খেলতে হবে। বিরাটের এই অবস্থান নিয়মকে প্রশ্নের মুখে ফেলেছে।”
দুরন্ত ফর্মে বিরাট কোহলি-

সম্প্রতি অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরে ওডিআই সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট (Virat Kohli)। তিনি তৃতীয় ম্যাচে ৮১ বলে অপরাজিত ৭৪ রান সংগ্রহ করে দলকে জয় এনে দিতে সাহায্য করেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষেও ব্যাট হাতে নিজের ব্যাটিং ক্লাস দেখাচ্ছেন এই তারকা। এই সিরিজের প্রথম ম্যাচেই দুরন্ত শতরান হাঁকান। এটা তার আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের ৫২ তম শতরান ছিল।
কোহলির ব্যাট থেকে ১২০ বলে ১৩৫ রান আসে। ৭ টি ছয় এবং ১১ টি চার মারেন তিনি। ম্যাচে সেরা নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন তিনি সবসময় ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেন। ফলে ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত দেশের হয়ে বিরাট খেলা চালিয়ে যাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এখনও পর্যন্ত এই তারকা দেশের হয়ে ৩০৬ ওডিআই ম্যাচে মোট ১৪,৩৯০ রান সংগ্রহ করেছেন।