RCB vs GT: "স্বার্থপর ক্রিকেটার.." গুজরাটের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হচ্ছেন বিরাট!! 1

IPL 2025: আজ আইপিএলের মহারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে টসে জিতে গুজরাট প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি এবং ফিল সল্ট ওপেনিং করতে আসেন। কিং কোহলি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেও শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩০ বলে ৩১ রান করে ভক্তদের হতাশ করেন। আজকেও ঘরের মাঠে ব্যাট হাতে হতাশ করেছেন এই তারকা ব্যাটসম্যান।

ঘরের মাঠে ব্যর্থ বিরাট-

Virat Kohli vs GT | Image: IPLT20
Virat Kohli vs GT | Image: IPLT20

আজ ম্যাচের দ্বিতীয় ওভারে আরশাদ খানের বলে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট। ফলে তিনি মাত্র ৬ বলে মাত্র ৭ রান করে মাঠ ছাড়েন। এরপরেই বেঙ্গালুরুর এই তারকা ব্যাটসম্যানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। স্বার্থপর ক্রিকেটার বলে তাকে এক ক্রিকেট ভক্ত উল্লেখ করেছেন। তিনি একটি মিম বানিয়ে বিরাট কোহলির মুখে কথা বসিয়ে মজার ছলে লিখেছেন, “দল বড়ো রান করে জয় পাবে। তাই আমি তাড়াতাড়ি আউট হয়ে গেলাম।”

“টি-টোয়েন্টির ব্যাটসম্যান নন বিরাট-

RCB vs GT: "স্বার্থপর ক্রিকেটার.." গুজরাটের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হচ্ছেন বিরাট!! 2

আবার একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “বিরাট কোহলি কখনই টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটসম্যান নন।” “বিরাট না পারেন ব্যাট করতে, না পারেন বল করতে, না পারেন ফিল্ডিং করতে, না পারেন ছয় মারতে তাহলে কেন তিনি ক্রিকেট খেলছেন?”, বলে এক ক্রিকেট সমর্থক হতাশা প্রকাশ করেছেন। আর একজন লিখেছেন, “এখুনি আরশাদ খানের ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে আক্রমণ করতে চলেছেন বিরাট ভক্তরা। একজন কটাক্ষ করে লিখেছেন, “বিরাট ভাই এতটাই নিঃস্বার্থ যে যখনই তিনি কোনো তরুণ বোলার দেখেন নিজের উইকেট উপহার দেন। যাতে সেই তরুণ ক্রিকেটার আত্মবিশ্বাস পায়।”

বিরাট কোহলিকে নিয়ে ট্যুইট চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *