বিরাট কোহলি (Virat Kohli) বর্তমানে ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম ব্যাটিং আইকন হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তার অসংখ্য রেকর্ড তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করে। আজ থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার (India vc Australia ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। তার ব্যাটিং দেখার জন্য দীর্ঘদিন থেকে ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছিল। ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে নিজেকে কিভাবে তিনি তৈরি করেছেন জানার জন্য চোখ রেখেছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু হতাশ করলেন বিরাট।
Read More: “বিশ্বকাপ আর খেলতে হবে না…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রান আউট রোহিত শর্মা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
ব্যর্থ কিং কোহলি-

আজ পার্থে অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। এর ফলে ভারতের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমবারের মতো গিল ভারতীয় ওডিআই দলকে নেতৃত্ব দিচ্ছেন। দুই তারকা দুরন্ত ব্যাটিং করে শুরু করার চেষ্টা করলেও অজি বোলিং আক্রমণের সামনে ধাক্কা খায়। প্রথমেই ১৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। এরপর বিরাট কোহলি (Virat Kohli) এসে হাল ধরার চেষ্টা করেন।
কিন্তু এই তারকা ৮ বল খেলে খাতা খুলতে পারেননি। মিচেল স্টার্কের করা বলে কুপার কনলিকে (Cooper Connolly) ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। এরপরই ব্লু ব্রিগেডরা চাপের মুখে পড়ে যায়। কোহলির এই ধরনের হতাশাজনক ব্যাটিং বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। “এবার অবসর নিয়ে নাও।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “২০২৭ বিশ্বকাপে কমেন্ট্রি করবে।”, বলেও কটাক্ষ করছেন ক্রিকেট ভক্তরা। একজন সমর্থক উল্লেখ করেছেন,“জয় শাহের থেকে ব্যাটিং শেখা উচিত।”, “যখন বড়ো ম্যাচ হয় বিরাট (Virat Kohli) ড্রেসিংরুম থেকে দলের পাশে থাকেন।”, বলেও সমালোচনা সামনে উঠে আসছে।