ফর্ম সমস্যায় জেরবার বিরাট কোহলি (Virat Kohli)। অফ স্টাম্পের বাইরের বলে তাঁর দুর্বলতা বহুচর্চিত। চলতি অস্ট্রেলিয়া সফরেও এই সমস্যাই ভোগাচ্ছে ভারতীয় মহাতারকাকে। পার্থ-এ প্রথম টেস্ট ম্যাচে জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বলের লাইন থেকে ব্যাট সরাতে না পেরে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন। একই ছবি দেখা গিয়েছে অ্যাডিলেডে। ব্রিসবেনের গাব্বাতেও অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ড্রাইভ মারতে গিয়েই উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির (Alex Carey) হাতে ক্যাচ তুলে এসেছেন তিনি। বারবার একই ভুল করে যেভাবে আউট হচ্ছেন তিনি, তা আদৌ মহাতারকাসুলভ নয় বলেই মনে করছে ক্রিকেটমহল। সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে বিরাটকে (Virat Kohli)। “কোহলির সমস্যাটা দক্ষতায় নয়, বরং মানসিক,” জানিয়েছেন অজি প্রাক্তনী ম্যাথু হেডেন।
Read More: গম্ভীরে মোহভঙ্গ বিসিসিআই-এর, ফের সঙ্কটমোচনের ভার পাচ্ছেন সৌরভ !!
কঠিন সময়ে ছাত্রের পাশে প্রাক্তন কোচ-
বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN) আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি। ব্যর্থ হয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সিরিজেও একটি শতরান ছাড়া অন্য কোনো ইনিংসে ২০’র গণ্ডীও পেরোতে দেখা যায় নি বিরাট কোহলিকে (Virat Kohli)। লাগাতার ব্যর্থতায় স্বস্তিতে নেই তারকা ক্রিকেটার। বাইশ গজের দুনিয়ায় তাঁর মেয়াদ আর কত দিন তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। “কোনো দিনই শচীন তেন্ডুলকর হয়ে ওঠা সম্ভব নয় বিরাটের পক্ষে” তোপ দেগেছেন প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার শোয়েব আখতারও। ঘরে-বাইরে যখন সমালোচনার তীরে ছিন্নিবিচ্ছিন্ন হচ্ছেন তিনি, তখন কোহলির দিকে স্নেহের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা (Rajkumar Sharma)। সংবাদমাধ্যম দৈনিক জাগরণকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয় ছাত্রের পাশেই দাঁড়িয়েছেন তিনি।
নিন্দুকদের অভিযোগে আমল দিতে রাজী নন রাজকুমার (Rajkumar Sharma)। তিনি বলেন, “বিরাট নিজের কেরিয়ারের সেরা ক্রিকেটটাই খেলছে। প্রথম টেস্ট ম্যাচে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানও করেছে। আমি তো মনে করি যে আগামী দুটো টেস্ট ম্যাচে ওর ব্যাট থেকে আরও দু’টো শতক আসছে। বিরাটের ফর্ম নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। ও এমন একজন খেলোয়াড় যে জানে কি করে কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে হয় আর দল’কে জেতাতে হয়।” অবসরের কোনো প্রশ্নই নেই, স্পষ্ট করেছেন কোহলির (Virat Kohli) কোচ। জানান, “বিরাট এখনও যথেষ্ট ফিট রয়েছে। ওর এমন কিছু বয়সও হয় নি যে অবসর নিয়ে নেবে। আমি মনে করি ও আরও পাঁচ বছর খেলবে। ২০২৭-এর বিশ্বকাপেও দেখা যাবে ওকে। বিরাটের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে।”
দেশ ছাড়ছেন কোহলি, থাকবেন লন্ডনে-
খ্যাতির বিড়ম্বনায় মাঝেমধ্যেই যে জেরবার হতে হয় তাঁকে তা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রায়শই লন্ডন কেন চলে যান সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহাতারকা বলেছিলেন, “ওখানে আমি নিজের মত থাকতে পারি। রাস্তায় হেঁটে চলে বেড়ালেও কেউ উত্যক্ত করে না। এখানে সেটা সম্ভবই নয়।” শোরগোল, সংবাদমাধ্যমের ক্যামেরার নজর এড়িয়ে নিস্তরঙ্গ জীবনযাপন করার লক্ষ্যে শীঘ্রই বিরাট সপরিবার পাকাপাকিভাবে লন্ডনে চলে যাবেন বলে জানিয়েছেন রাজকুমার শর্মা (Rajkumar Sharma)। বলেন, “হ্যাঁ, বিরাট ওর স্ত্রী অনুষ্কা (শর্মা) ও সন্তানদের নিয়ে লন্ডনে চলে যাওয়ার কথা ভাবছে। ওরা কিছুদিনের মধ্যেই ভারত ছাড়বে।” তবে ভারতে বাস না করেও টিম ইন্ডিয়ার জার্সিই গায়ে চাপাতে চলেছেন ক্রিকেট কিংবদন্তি। স্ত্রী অনুষ্কা’র বলিউড কেরিয়ারের ভবিষ্যৎ কি তা অবশ্য নিশ্চিত নয় এখনও।