মেলবোর্নে চলতি বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অ্যাডভান্টেজে রয়েছে টিম ইন্ডিয়া, তা বলাই যায়। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৫ রানে অল আউট করে প্রথম দিনের শেষে মাত্র এক উইকেট খুইয়ে ফিরছে ভারত। আর দেশের এমন পারফর্মেন্সে খুশি ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। প্রতিটি খেলোয়াড়ই এদিন বেশ ভালো পারফর্ম করেছেন। বোলাররা দাপটের সাথে বল করেছেন এবং ফিল্ডাররা ভালো ক্যাচ ধরেছেন।
আর এবার দলের এই পারফর্মেন্সে অত্যন্ত খুশি বিরাট কোহলি। ভারতীয় দলের অধিনায়ক এই মুহুর্তে দেশে ফিরে গিয়েছেন নিজের সন্তানসম্ভবা স্ত্রীয়ের পাশে থাকতে। কিন্তু স্বামীর দায়িত্ব পালনের পাশাপাশি নিজের দলের খেলা দেখা থেকে এতটুকুও খামতি নেই বিরাটের। আর সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন যে দাপটের সাথে ভারতীয় দল খেলেছে, তাতে অত্যন্ত খুশি ক্যাপ্টেন কোহলি।
দিনের শেষে নিজের খুশি আটকে রাখতে পারেননি বিরাট। নিজের টুইটারে দলের এমন দুরন্ত পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা করেছেন কোহলি। জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে ভারতীয় বোলারদের অসাধারণ পারফর্মেন্স, এবং ব্যাটিংয়ে শুভমন গিল ও চেতেশ্বর পুজারার সলিড খেলা দেখে গর্বিত বিরাট। তিনি লিখেছেন, “দারুণ প্রথম দিন আমাদের কাছে। বোলারদের তরফে দারুণ পারফর্মেন্স এবং ফিনিশিংটাও সলিড।”
Top day 1 for us. Great display from the bowlers and a solid finish too. 🇮🇳👏
— Virat Kohli (@imVkohli) December 26, 2020
দিনের শুরু থেকে দাপটের সাথে বোলিং করেছেন ভারতীয় বোলাররা। জো বার্নসকে শুরুতেই আউট করে দেন জসপ্রীত বুমরাহ। এরপর ম্যাথু ওয়েড ও স্টিভ স্মিথকে পরপর তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তারপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেছিলেন মার্নাস লাবুশানে এবং ট্রাভিস হেড। কিন্তু তারপর জসপ্রীত বুমরাহ তুলে নেন ট্রাভিস হেডকে। এরপর আসে মহম্মদ সিরাজের ঝড়। অভিষেক হওয়া সিরাজের বলে ৪৮ রান করে আউট হন মার্নাস। এরপর বেশ ধৈর্যশীল ব্যাটিং করেন অধিনায়ক টিম পেইন ও তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। কিন্তু দুরন্ত ইনসুইংয়ে গ্রিনকে আউট করেন সিরাজ। শেষ অবধি ১৯৫ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু তারপর ভারতের শুরুটাও বিশ্রী হয়, মিচেল স্টার্কের প্রথম ওভারেই আউট হন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু দিনের শেষ অবধি দাপুটে ব্যাটিং করেন শুভমন গিল এবং চেতেশ্বর পুজারা। দিনের শেষে ভারত ৩৬/১।