আউট ছিলেন না বিরাট, DRS না নিয়েই ফিরলেন প্যাভিলিয়নে, সাজঘরে হতাশার ছায়া !! 1

আউট ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। হাতে ছিল তিন তিনটি ডিআরএস (DRS)। তবুও হতাশ হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির রিভিউ না নেওয়ার সিদ্ধান্তে হতাশ দেখায় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। বিস্মিত হয়ে ওঠে ভারতীয় সাজঘর। সব দেখে হেসে ফেলেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবোরো। প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন বিরাট। কিং কোহলির ব্যাট থেকে এসেছিল কেবলমাত্র ছয় রান।

বাংলাদেশে তরুণ পেশার হাসান মাহমুদের বলে কভার ড্রাইভ খেলতে গিয়ে উইকেট হারিয়েছিলেন বিরাট, আর দ্বিতীয় ইনিংসে মেহদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। যদিও বলটি কোহলির ব্যাট ছুঁয়ে তার প্যাডে লাগে। বাংলাদেশি খেলোয়াড়রা আউটের আপিল করলে আবেদনে সাড়া দেন আম্পায়ার কেটলবোরো। কিন্তু বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করেননি বিরাট।

হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি

Virat Kohli
Virat Kohli | Image: Getty Images

এমনকি শুভমানের সাথে আলোচনা করে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন। প্যাভিলিয়নের পথে যখন ফিরছিলেন বিরাট তখন বড় স্ক্রিনে দেখা যায় যে, বলটি বিরাটের ব্যাটে লেগেছে। তারপরেই বলটি তার প্যাডে লেগেছিল। তা দেখা মাত্র হতাশ হয়ে পড়েন ক্যাপ্টেন রোহিত, সাজঘরেই ভেসে ওঠে রোহিতের মর্মাহত মুখ।

তত ক্ষণে ১৭ রানে আউট হয়ে সাজঘরে প্রায় পৌঁছেই গিয়েছেন কোহলি। তবে এই প্রথম না এর আগেও ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মোহাম্মদ আমিরের বলে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যদিও সেই সময়েও বিরাটের ব্যাটে বল লাগেনি। ভারতীয় দল দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৮১ রান বানিয়েছে। আপাতত টিম ইন্ডিয়া ৩০৮ রানে এগিয়ে রয়েছে।

Read Also: Virat Kohli: “দলীপ ট্রফি খেলতে পারত…” ‘ব্যর্থ’ রোহিত-বিরাটকে নিশানা করলেন সঞ্জয় মঞ্জরেকর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *