Virat Kohli: ভাইরাল গান ‘ছি ছি ছি রে ননী’ এখন কটকের বারাবতী স্টেডিয়ামে লাইমলাইট ছুঁয়ে ফেললো। সাম্প্রতিক সমাজ মাধ্যমে এই গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ওড়িয়া ভাষার এই গানটি। আর ম্যাচ যখন কটকে, তখন ‘ছি ছি ছি রে ননী’ গানটি বাজবে না তা হতেই পারে না। ঘরের মাঠে দাপট দেখিয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচ জয়লাভ করলো ভারত। দ্বিতীয় ম্যাচে জয়লাভ করার পর ভারত ২-০ ব্যাবধানে সিরিজটি এগিয়ে যাওয়ার সাথে সাথে সিরিজ জিতেও নিলো। ঘরের মাঠে ভারত গত ৪০ বছর ধরে ইংল্যান্ডের বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে।
কটকে বেজে উঠলো ‘ছি ছি ছি রে ননী’ গান
দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ক্যাপ্টেনের ব্যাট থেকে রান আসলেও স্টার ক্রিকেটার বিরাট কোহলির ব্যাট ছিল পুরোপুরি শান্ত। এদিন ওড়িশার বারাবতী স্টেডিয়ামে একেরপর এক কান্ড দেখা গিয়েছে। যার ফলে না চাইতেও খবরের শিরোনামে উঠে এসেছে মাঠটি। ফ্লাডলাইট বন্ধ থাকায় খেলায় বেশ বিলম্ব দেখা গিয়েছিল। তাছাড়া, গতকাল এক মজার দৃশ্য দেখা গিয়েছে যা এখন সমাজ মাধ্যমে ট্রেন্ডিং। আসলে, দ্বিতীয় ওডিআই ম্যাচে ক্রিজে যখন রোহিত শর্মা ব্যাট করছেন এবং বাউন্ডারি রোপের ধারে বিরাট কোহলি প্রস্তুতি নিচ্ছেন তখনই বেজে ওঠে ‘ছি ছি ছি রে ননী’ গানটি। সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এই মুহূর্তটি।
Read More: আইসিসি’র আবেদনে সাড়া দিলেন ভারতীয় তারকারা, দেহদানের অনুরোধ কোহলি-শ্রেয়স-শুভমানদের !!
আবার ব্যার্থ হলেন কিং কোহলি
![কটকে 'ছি ছি ছি রে ননী' গনে মাতলেন কিং কোহলি, ভাইরাল ভিডিও !! 2 Virat kohli, champions trophy 2025](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/GjWjWQRa4AATcQq.jpeg)
দ্বিতীয় ম্যাচের কথা বলতে গেলে টসে জিতে আবার একবার ব্যাটিং করা সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। দলের হয়ে বেন ডাকেট (Ben Duckett) এবং জো রুটের (Joe Root) ব্যাট থেকে দুটি অর্ধশতরান দেখা যায়। প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড দল ১০ উইকেট হারিয়ে ৩০৪ রান বানিয়েছিল। যার জবাবে ভারতীয় দল ব্যাটিং করতে এসে ৩৩ বল বাকি থাকতেই চার উইকেটে জয়লাভ করে নেয় ম্যাচটি। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এছাড়া শুভমান গিলের (Shubman Gill) ব্যাট থেকে গুরুত্বপূর্ণ ৬০ রান লক্ষ্য করা গিয়েছে। যদিও, কিং কোহলি কটকের ভক্তদের হতাশ করেছেন, তার ব্যাট থেকে কেবলমাত্র ৫ রান এসেছিল। আহমেদাবাদে শেষ ওডিআই ম্যাচে কিং কোহলি চাইবেন ফর্মে ফিরতে।
https://www.facebook.com/share/r/18YPgNdVH7/