Virat Kohli: সমাপ্ত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের চতুর্থ দিন। ভারতীয় দল আপাতত ফলো অন কাটিয়েছে। দিনের শেষে ওভারে ভারতীয় দলের নম্বর ১১-এর ব্যাটসম্যান আকাশ দীপ (Akash Deep) অসাধারণ ব্যাটিংয়ের প্রদর্শন দেখিয়েছেন। আকাশের ব্যাটিং দেখে ড্রেসিং রুমেই বাকরুদ্ধ হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। চতুর্থ দিনের খেলায় ভারতীয় দল ফলোঅনের হুমকি এড়িয়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ করার মতো অবস্থানে পৌঁছেছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ রান বানিয়েছিল। এরপর ফলো অনের বিপদ এড়াতে টিম ইন্ডিয়াকে ২৪৬ রান করার প্রয়োজন ছিল।
বুমরাহ-আকাশের দৌলতে বাজিমাত টিম ইন্ডিয়ার
তবে, চতুর্থ দিনে স্টাম্প পর্যন্ত ভারত ৯ উইকেট হারিয়ে ২৫২ রান বানাতে সক্ষম হয়েছিল। যদিও ভারতীয় দল এখনও ১৯৩ রানে পিছিয়ে রয়েছে। আগামীকালের পুরো দিনের খেলা এখনও বাঁকি রয়েছে। যদিও এই টেস্টে টিম ইন্ডিয়ার পরাজয়ের সম্ভাবনা নেই বললেই চলে গাবা টেস্টটি অমীমাংসিত রূপে সমাপ্ত হতে পারে। আজ ভারতের ব্যাটিংয়ের কথা বলতে গেলে, কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার যৌথ প্রয়াসে টিম ইন্ডিয়া ফলো অনের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিল। যদিও, জাদেজা যখন আউট হয়ে যান তখন ভারতীয় দলের রান ছিল ২১৩। শেষ উইকেটে আকাশ দীপ ও জসপ্রীত বুমরাহের মধ্যে ৩৯ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল।
Read More: সাফল্যের শিখরে শ্রেয়স আইয়ার, ২০২৪-তে তারকা ক্রিকেটারের ঝুলিতে চার-চারটি ট্রফি !!
আকাশদীপের ছক্কা উপভোগ করলেন কিং কোহলি
তৃতীয় দিনের শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার আকাশ দীপ ৩১ বলে ২৭ ও জসপ্রীত বুমরাহ ২৭ বলে ১০ রান বানিয়ে অপরাজিত রয়েছেন। চার মেরে ভারতকে ফলোঅন থেকে বাঁচান আকাশ দীপ। তার পরেই ড্রেসিংরুমে ছিল উৎসবমুখর পরিবেশ। নৈতিক জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)ও বিরাট কোহলি (Virat Kohli)। যদিও আকাশ ফলো অন সম্পন্ন করার পর একটি ছক্কা হাঁকান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বল বাউন্ডারির বাইরে পাঠান আকাশ। আকাশ যখন প্যাট কামিন্সের বলে গগনচুম্বী ছক্কা হাঁকান, বিরাট কোহলির খুশির সীমা ধরে রাখতে পারেনি। ড্রেসিংরুমের বারান্দায় এসে সবাই বেশ উপপভোগ করেন।
Virat Kohli's reaction on akashdeep Saving Follow-on for team india, and the after hitting six.😂🤍🔥#INDvsAUS pic.twitter.com/RLK598FZEB
— Utkarsh (@toxify_x18) December 17, 2024