অযোদ্ধার পথে রওনা দিলেন কিং কোহলি, রাম লালার প্রাণ প্রতিষ্ঠায় হাজির বিরাট !! 1

Virat Kohli: আজকে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ছয় হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটাররাও শামিল রয়েছেন। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), এমএস ধোনির (MS Dhoni) পরেই আমন্ত্রণ পত্র পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। গত মঙ্গলবার তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এই আমন্ত্রণ পত্র।

অযোধ্যায় আসছেন কোহলি

Virat kohli
Virat Kohli | Image: Twitter

একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, রাম মন্দির প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের প্রাক্কালে বিরাট কোহলির (Virat Kohli) কনভয় অযোধ্যায় পৌঁছেছে বলে খবর প্রকাশ্যে এসেছে।

এর আগে, গতকাল ভারতের কিংবদন্তি অনিল কুম্বলেকে (Anil Kumble) এই অনুষ্ঠানে হাজীর থাকার জন্য ইতিমধ্যে অযোধ্যায় পৌঁছেছেন। পাশাপাশি প্রাক্তন ভারতীয় পেসার ও বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদও এই পবিত্র অনুষ্ঠানের জন্য অযোধ্যায় পৌঁছেছেন এবং সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, শুধু ক্রিকেটাররা নয়, বরং ব্যাডমিন্টন গ্রেট সাইনা নেহওয়াল, পিটি উষা’দের জমায়েত দেখা গিয়েছে এই অনুষ্ঠানের জন্য।

কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar), যিনি ছিলেন প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া প্রথম ক্রিকেটার, তিনিও অযোধ্যায় পৌঁছেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni), কপিল দেব (Kapil Dev), সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly),  বীরেন্দ্র শেবাগ (Virendra Sehwag), রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দেখা যাবে কিনা তা কিছু সময় পরেই জানা যাবে। অন্যদিকে, বিরাটকে নিয়ে বলতে গেলে আসন্ন টেস্ট সিরিজের জন্য হায়দ্রাবাদ পৌঁছেছিলেন বিরাট তবে জানা গিয়েছে, নেট সেশনের পর তিনি আবার অযোধ্যায় পারি দিয়েছেন এবং এই বিশেষ দিনে তিনি উপস্থিত থাকতে চান।

আরও পড়ুন | IND vs ENG: টেস্ট সিরিজে Virat Kohli’কে কাবু করতে ‘নোংরা’ স্ট্র্যাটেজি তৈরি করেছে ইংল্যান্ড, ফাঁস হতেই শুরু হইচই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *