ইংল্যান্ড বনাম ভারত, ভিডিয়ো: ঠিক হচ্ছে না বিরাট কোহলির গালাগাল দেওয়ার স্বভাব, দেখে নিন আউট হওয়ার পর কাকে দিলেন গালাগালি

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি যখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের দুনিয়ায় নিজের অভিষেক করেছেন তখন থেকেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেট দুনিয়ায় নিজের ব্যাটে রানের বন্যা বইয়ে দিয়েছেন। বিরাট কোহলি খুব অল্প সময়ের মধ্যেই ক্রিকেটের বেশ কিছু দুর্দান্ত রেকর্ড নিজের নামে করে নিয়েছেন, কিন্তু ভারতীয় অধিনায়ক নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে মাঠে নিজের রাগের কারণেও পরিচিত। তিনি রাগের মাথায় মাঠে বেশ কয়েকবার গালাগালিও দিয়ে দেন।

চতুর্থ টেস্টে আউট হওয়ার পর বিরাট দিলেন গালাগাল
ইংল্যান্ড বনাম ভারত, ভিডিয়ো: ঠিক হচ্ছে না বিরাট কোহলির গালাগাল দেওয়ার স্বভাব, দেখে নিন আউট হওয়ার পর কাকে দিলেন গালাগালি 1
ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা সাউথহ্যাম্পটনের মাঠে খেলা হচ্ছে। এই ম্যাচে বিরাট কোহলিকে আবারও নিজের ধৈর্য্য হারাতে দেখা যায়। আসলে আউট হওয়ার পর বিরাট কোহলির মুখ থেকে রাগে গালাগালি বেরোয়। প্রসঙ্গত বিরাটের এই স্বভাব পুরোনো আর তার এই খারাপ স্বভাব তার পেছু ছাড়ছে না। আসলে ভারতের ইনিংসের ৪২ ওভারে ইংল্যান্ডের তরুণ জোরে বোলার স্যাম ক্যুরান করছিলেন। তার এই ওভারের প্রথম বলই বিরাটের ব্যাটের বাইরের কিনারা লাগে আর বল স্লিপে দাঁড়ানো ইংল্যান্ডের ফিল্ডার অ্যালিস্টেয়ার কুকের কাছে পৌঁছে যায়। অ্যালিস্টেয়ার কুক বিরাটের দুর্দান্ত ক্যাচ ধরে, কিন্তু যেমনই বিরাট কুককে নিজের ক্যাচ ধরতে দেখেন তেমনই বিরাটের মুখ থেকে গালাগালি বেরোনো শুরু হয়ে যায়। প্রসঙ্গত ভারতের প্রথম ইনিংসে বিরাট কোহলি ৭১ বলে ৪৬ রান করে আউট হন। তিনি এই ইনিংসে ৬টি চার মারেন। আমাদের এই খবর লেখা পর্যন্ত ভারতীয় দল ৪৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে ফেলেছে।

এখানে ক্লিক করে দেখে নিন ভিডিয়ো
ইংল্যান্ড বনাম ভারত, ভিডিয়ো: ঠিক হচ্ছে না বিরাট কোহলির গালাগাল দেওয়ার স্বভাব, দেখে নিন আউট হওয়ার পর কাকে দিলেন গালাগালি 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *