রোহিত শর্মার নোংরা চক্রান্তের শিকার বিরাট কোহলি, ছক কষেই টি-২০ দল থেকে করেছেন আউট !! 1

এই মুহূর্তে টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত। সিরিজের প্রথম দুটি ম্যাচ হয়ে গিয়েছে। এই দুটি ম্যাচের মধ্যে একটি করে জিতে নিয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ফলে মঙ্গলবারের ম্যাচটা দুই দলের কাছেই অ্যাসিড টেস্ট হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে নামার আগে বড় প্রশ্ন হল, শেষ ম্যাচে কি ফিরবেন বিরাট কোহলি(Virat Kohli)? এই ওয়ানডে সিরিজের পর ক্যারিবিয়ানদের মধ্যে টি-২০ সিরিজ খেলবে ভারত। সেখানেও কি জায়গা পাবেন বিরাট?

আসলে গত বছর নভেম্বর মাসে শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বিরাট। তারপর এই ফর্ম্যাটে ‘সিনিয়ার হঠাও’ যজ্ঞের আগুনে পুড়তে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। ফর্মে থাকা সত্বেও দলের বাইরে করে দেওয়া হয়েছে তাকে। আর এর কারণ হিসেবে অনেকেই মনে করছেন রোহিত শর্মার প্রভাব।

Read More: টিম ইন্ডিয়ার মিডল অর্ডার সমস্যার সমাধান জানালেন সলমন বাট, তুললেন এই অভিজ্ঞ ব্যাটারকে ফেরানোর দাবী !!

রোহিতের কারণেই টি-২০’তে ব্রাত্য

Rohit sharma
Rohit Sharma | Image: Getty Images

অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে, কোন যুক্তিতে ভারতের টি-২০ দলের বাইরে রয়েছেন বিরাট। ২০২৩ সালের আইপিএলের ১৪টি ম্যাচে ৬৩৯ রান করেছেন বিরাট। তার এবারের গড় ছিল ৫৩.২৫। এমন একটা দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও কোন যুক্তিতে তিনি জাতীয় দলে জায়গা পাচ্ছেন না! শুধু আইপিএল নয়, এরপর দেশের জার্সিতেও রান করেছেন তিনি। আর সেটা শুধু টি-২০ নয়, ক্রিকেটের সব ফর্ম্যাটেই রান এসেছে তার ব্যাট থেকে।

তারপরও কোহলির টি-২০ ক্রিকেটে সুযোগ না পাওয়ার পিছনে অন্য তথ্য তুলে ধরছে ওয়াকিবহাল মহল। আসলে দলের আরেক সিনিয়ার ব্যাটসম্যান তথা অধিনায়ক রোহিত শর্মা একেবারেই অফফর্মে রয়েছেন। কোন কিছুতেই রান পাচ্ছেন না তিনি। সেটা দেখে যখন চারিদিকে সিনিয়ার খেলোয়াড়দের বাদ দেওয়ার রব উঠছে, সেই তালিকায় নাম উঠে কপাল পুড়ছে বিরাটের।

টি-২০ ক্রিকেটে চমকপ্রদ ফর্ম বিরাটের

Virat Kohli
Virat Kohli | Image: Getty Images

গতবছর কিছুটা অফফর্মে ছিলেন বিরাট। তবে এশিয়া কাপের আসরে রান করেছিলেন তিনি। এর মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন দুর্দান্ত একটি শতরান। সেখানেই অবশ্য শেষ নয়। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ২৯৬ রান করেছিলেন কোহলি। তিনিই ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার। এরপর ২০২৩ সালের আইপিএলে ছ’শোর ওপর রান করে তাক লাগিয়ে দেন বিরাট। দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও, ফাফ দু’প্লেসিসের সঙ্গে ওপেন করতে নেমে রানের পাহাড় গড়েন তিনি।

অথচ, রোহিতের ব্যর্থতার ভারে চাপা পড়ে জাতীয় টি-২০ দলের বাইরে রয়েছেন তিনি। চলতি বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সামনের বছর ফের অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপে। তার আগে বিরাটকে ঠিকঠাক সুযোগ না দিলে দলের সেরা অস্ত্রটাই ভোঁতা হয়ে যাবে। আর তেমনটা হলে টিম ইন্ডিয়ার কাপ জয়ের স্বপ্ন ফের ভেঙে চুরমার হবে।

এক নজরে বিরাটের ফর্ম

বিপক্ষ/টুর্নামেনট

রান

গড়

টি-২০ বিশ্বকাপ (২০২২)

২৯৬

৯৮.৬৬

       এশিয়া কাপ (২০২২)

২৭৬

৯২.০০

আইপিএল (২০২৩)

৬৩৯

৫৩.২৫

অস্ট্রেলিয়া (২০২২-২৩)

৭৬

 ৩৫.৪১

Also Read: নিজের কেরিয়ার বাঁচাতে, এই ক্রিকেটার’কে জাতীয় দল থেকে ছেঁটে ফেলেছেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *