দেখতে দেখতে আন্তর্জাতিক আঙিনায় সতেরো বছর কাটিয়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০০৮ সালে প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। ২০২৫-এ এসেও দলের এক নম্বর ম্যাচ উইনার তিনিই। ‘মেন ইন ব্লু’র হয়ে ২৫০০০ রানের মাইলস্টোন পেরিয়েছেন তিনি। ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ওয়ান ডে ফর্ম্যাটে হয়েছেন সর্বোচ্চ শতরানের মালিক। জিতেছেন ওয়ান ডে, টি-২০ বিশ্বকাপ। দুই বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বিরল কৃতিত্ব’ও অর্জন করেছেন কোহলি (Virat Kohli)। আগামী নভেম্বরে ৩৭-এ পা দেবেন ভারতীয় কিংবদন্তি। এর মধ্যেই টি-২০ থেকে অবসর নিয়েছেন। বাকি দুই ফর্ম্যাটে তাঁর কেরিয়ারের মেয়াদ আর কতদিন? বেশ কয়েক মাস ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলের অলিন্দে। জল্পনার মাঝেই অনুরাগীদের আশ্বস্ত করলেন মহাতারকা স্বয়ং। এখনই অবসর নিচ্ছেন না, এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন ‘কিং কোহলি।’
Read More: আইপিএলের আগেই লটারি লাগলো CSK’র, মাত্র ২ কোটির বিনিময়ে কোহিনুর হীরার খোঁজ পেল !!
অবসর প্রসঙ্গে অকপট কোহলি-

আরসবি ইনোভেশন ল্যাবের একটি অনুষ্ঠানে গতকাল যোগ দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। নানা প্রসঙ্গে মুখ খুলতে শোনা গিয়েছে তাঁকে। কথায় কথায় আসে অবসরের প্রসঙ্গ’ও। শুরুতেই তিনি জানান, “নার্ভাস হওয়ার কিছু নেই। আমি কোনো ঘোষণা করছি না। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাকই রয়েছে। আমি এখনও খেলাটাকে ভালোবাসি।” দীর্ঘ কেরিয়ারে বহু সাফল্য পেয়েছেন তিনি। তাই নিজেই জানিয়েছেন, “এখন আর কিছু পাওয়া বা কোনো মাইলফলকের কথা মাথায় রেখে মাঠে নামি না। কেবলমাত্র আনন্দ উপভোগ করাই লক্ষ্য থাকে। খেলাটার প্রতি গভীর ভালোবাসাই আমায় চালিত করে। যতদিন সেটা থাকবে, আমিও খেলে যাবো। আজ যেমনটা বললাম, ‘নতুন করে কিছু অর্জন করার জন্য খেলছি না।’” কোনো ক্রীড়াবিদ্-এর মধ্যেকার সহজাত প্রতিযোগিতার খিদেটাই যে অবসরের পথে প্রায়শই বাধা সৃষ্টি করে তাও অকপটে স্বীকার করে নিয়েছেন তিনি।
ইতিমধ্যে অবসর নিয়ে রাহুল দ্রাবিড়ের সাথে একপ্রস্থ কথা হয়েছে তাঁর, জানিয়েছেন বিরাট (Virat Kohli)। “নিজের সাথে সংযোগটা কখনও হারিও না,” পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় কোচ। “জীবনে কোন পর্যায়ে রয়েছো তা বুঝতে হবে। সেই উত্তরটা পাওয়া খুব সহজ নয়। কখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলে মনে হতে পারে যে এটাই বুঝি শেষ। কিন্তু বাস্তবে তেমনটা নাও হতে পারে। তখনই প্রতিযোগিতার খিদেটা আমায় ঐ ভাবনাটাকে মেনে নিতে বারণ করে। আরও একটা মাস বা আরও ছয়টা মাস নিজেকে সময় দিতে বলে। একটা সূক্ষ্ম ভারসাম্য রাখতে হয় বলেই আমার ধারণা। জীবনের যে পর্যায়ে রয়েছি, সেখানে এটুকু বলতে পারি যে আমি খুবই খুশি,” সংযোজন কোহলির (Virat Kohli)। তবে বয়স বাড়ার সাথে সাথে ক্রিকেটের খুঁটিনাটি বিষয়ে নজর রাখা ও চ্যালেঞ্জিং হয়ে পড়ে তা মেনে নিয়েছেন মহাতারকা।
ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস করলেন বিরাট-

দুই দশকেরও বেশী সময় ধরে ক্রিকেট খেলছেন বিরাট কোহলি (Virat Kohli)। কোন মন্ত্রে এখনও নিজেকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেন? জবাব দিয়েছেন গতকাল। “সম্পূর্ণ এনার্জিটাই এক জায়গায় নিয়োজিত রাখতে চাই। যাঁরা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছেন কেবল তাঁরাই বুঝবেন কতটা বাড়তি উদ্যম লাগে। মধ্য ত্রিশে পৌঁছে এমন অনেক কিছুই করা যায় না যা এক দশক আগে অনায়াসে করতে পারতাম। জীবনে এখন একটা আলাদা জায়গায় রয়েছি। সেটাই স্বাভাবিক,” মন্তব্য তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর কোহলি (Virat Kohli) জানিয়েছিলেন যে অবসর নেওয়ার সময় এমন একটা দল রেখে যেতে চান যাঁরা পরবর্তী আট-দশ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে পারে। গতকালের সাক্ষাৎকারেও ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেন, “আমি নিশ্চিত আজ যাঁরা তরুণ, তাঁরাও একদিন আমার জায়গায় পৌঁছতে পারবে। তবে আমি এখন বেশ শান্তিতে রয়েছি।”