২০২৪-এর ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিলো টিম ইন্ডিয়া। সেদিনই ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় বোমা ফাটান বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় কিংবদন্তি জানিয়ে দেন যে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। ২০১০ সালে হারারের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে টি-২০ অভিষেক হয়েছিলো বিরাটের। চোদ্দ বছর পর বিশ্বজয়ীর মুকুট মাথায় নিয়ে সরে দাঁড়ান তিনি। জুনের পর জিম্বাবুয়ে, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছে ভারত। মাঠে দেখা যায় নি ‘অবসৃত’ বিরাটকে (Virat Kohli)। তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কি চূড়ান্ত? নাকি ইউ-টার্ন নিয়ে ফের টি-২০’র ময়দানে নামতে পারেন দেশের জার্সিতে? গতকাল এক সাক্ষাৎকারে কোহলিকে প্রশ্ন করেন ঈশা গুহ। ক্রিকেট তারকার উত্তর আশা জাগিয়েছে অনুরাগীদের মনে।
Read More: IPL 2025: দ্বিতীয় রিঙ্কু সিং-এর খোঁজ পেলো নাইট রাইডার্স, ঝড় তুলবেন আসন্ন আইপিএলে !!
অলিম্পিকে খেলবেন কোহলি ?

১৯০০ সালের প্যারিস অলিম্পিকে জায়গা পেয়েছিলো ক্রিকেট। সেবার আয়োজক ফ্রান্সকে হারিয়ে সোনার মেডেল ছিনিয়ে নিয়েছিলো গ্রেট ব্রিটেন। ১২৮ বছর পর আবার বাইশ গজের দ্বৈরথ দেখা যাবে অলিম্পিক গেমসে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলিসে বসতে চলেছে ক্রিকেটের আসর। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ ভারতের জার্সি গায়ে কি তাদের ‘গ্রেটেস্ট টি-২০ ক্রিকেটার’কে দেখা যাবে? আরসিবি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিট অনুষ্ঠানে ইংল্যান্ডের প্রাক্তনী ঈশা গুহ সেই প্রশ্নটিই করেছিলেন বিরাট কোহলিকে (Virat Kohli)। “অলিম্পিকের জন্য? যদি আমরা সোনার পদক জয়ের দোরগোড়ায় পৌঁছাই তাহলে হয়ত একটা ম্যাচের জন্য ফিরতে পারি (টি-২০তে)। একটা পদক জিতে দেশে ফিরে আসব। অলিম্পিক পদকজয়ী হওয়ার অনুভূতিটাই আলাদা। অন্য কোনো অনুভূতির সাথে এর তুলনা চলতে পারে না,” হাসিমুখে জানিয়েছেন ক্রিকেট নক্ষত্র।
অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন’কে স্বাগত জানিয়েছেন বিরাট (Virat Kohli)। “গোটা দুনিয়ায় বহু টি-২০ লীগ খেলা হচ্ছে। আমার মনে হয় এই বিষয়ে আইপিএলও বড় ভূমিকা পালন করেছে। এটা অলিম্পিকে ক্রিকেটের জায়গা করে নেওয়ার একটা দারুণ মঞ্চ তৈরি করে দিয়েছে। আমাদের কয়েকজনের কাছে এটা একটা দারুণ সুযোগ হতে চলেছে,” জানিয়েছেন তিনি। আগামী নভেম্বরে ৩৭-এ পা দেবেন তিনি। অবসর নিয়ে প্রায়শই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। গতকাল ভক্তদের আশ্বস্ত করেছেন কোহলি (Virat Kohli)। “নার্ভাস হবেন না। আমি কোনো ঘোষণা করছি না। আপাতত সব ঠিকঠাক আছে। আমি এখনও খেলাটাকে বেশ ভালোবাসি,” মন্তব্য তাঁর। অবসরের পর ঠিক কি করবেন সে সম্পর্কেও এখনও নিশ্চিত নন বিরাট। তবে বাইশ গজ থেকে সরে দাঁড়ানোর পর ঘুরে বেড়ানোর ইচ্ছা যে রয়েছে তা স্পষ্ট করেছেন তিনি।
কি বলেছেন বিরাট? দেখুন ভিডিও-
Isa Guha – Will you come out of retirement from T20I cricket to play in the Olympics?
Kohli – No! I don’t know… if we’re playing for a gold medal, maybe I’ll show up for one game, get a medal, and then come back home. 😭🤣 ( Laughs ) pic.twitter.com/WePR0AAqZZ
— Kohlistic🔥 (@Kohlistic18) March 15, 2025
দেশে ক্রীড়া সংস্কৃতি চান বিরাট-

ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাক দেশ, চান বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবি ইনোভেশন ল্যাব স্পোর্টস সামিট অনুষ্ঠানে তিনি বলেন, “২০৩৬ সালের মধ্যে ক্রীড়াক্ষেত্রে ভারত যাতে অন্যতম শ্রেষ্ঠ দেশ হয়ে ওঠে সে জন্য প্রয়াস চালাচ্ছি আমরা। আমি যেমনটা বললাম, আমাদের সেই সংকল্প রয়েছে । এখন তৃণমূল স্তরে কাজ শুরু হয়ে গিয়েছে। যাঁরা এই কাজের সাথে জড়িত এটা তাদের সকলের সম্মিলিত দায়িত্ব। শুধুমাত্র পরিকাঠামো বা যাঁরা অর্থ বিনিয়োগ করবেন অথবা অ্যাথলিটদের দায়িত্ব নয় এটা। যাঁরা খেলাধুলা সম্পর্কে জানতে চান, এটা তাদেরও দায়িত্ব।” তারকাদের কৃতিত্ব উদ্যাপনের যে রীতি চলে আসছে দেশে, তার ঘোরতর বিরোধী বিরাট। জানান, “যদি আমাদের মধ্যে ক্রীড়াসংস্কৃতির বিকাশ ঘটে, তবে আজ যে অভিজ্ঞতা হয় ক্রীড়াক্ষেত্রে, তার থেকে দশ গুণ ভালো অভিজ্ঞতা আমরা উপহার দিতে পারবো।”