২০২৬ আইপিএলের আগেই দল পেলেন বিরাট কোহলির ভাইপো, এই ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি !! 1

ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে দিয়ে নিজেদের দক্ষতাকে আরও মজবুত করার চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে আইপিএলের মতো বিভিন্ন রাজ্যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টগুলির জনপ্রিয়তাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে এই বছর আইপিএলের (IPL 2025) মঞ্চে আমরা ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাটিং তান্ডব দেখেছি। এছাড়াও তরুণ ব্যাটসম্যান হিসেবে আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), প্রিয়াংশ আর্যের (Priyansh Arya) মতো ক্রিকেটাররা মুগ্ধ করেছেন। ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে বর্তমানে দল গোছানোর কাজে নেমে পড়েছেন কর্মকর্তারা। এর মধ্যেই বিরাট কোহলির (Virat Kohli) ভাইপোকে কিনে নিলো এই ফ্রাঞ্চাইজি।

Read More: মাঠে ফিরছেন মহম্মদ শামি, ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের আগেই এলো বড় খবর !!

বিরাট কোহলির ভাইপোর যাত্রা শুরু-

২০২৬ আইপিএলের আগেই দল পেলেন বিরাট কোহলির ভাইপো, এই ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি !! 2
Aryaveer Kohli | Images: Instagram

বিরাট কোহলি (Virat Kohli) বর্তমানে বিশ্ব ক্রিকেটে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন। তাকে দেখে তরুণ প্রজন্ম ক্রিকেট খেলার প্রতি আগ্রহ প্রকাশ করছে। বিরাটের (Virat Kohli) বড়ো ভাই বিকাশের পুত্র আর্যবীর কোহলি‌ও (Aryaveer Kohli) ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তবে তিনি কাকার মতো ব্যাটসম্যান নয় লেগ স্পিনার হিসাবে নিজের পরিচয় তৈরি করতে চাইছেন। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার এবার দিল্লি প্রিমিয়ার লিগে (Delhi Premier League) অংশগ্রহণ করতে চলেছেন।

ইতিমধ্যেই সাউথ দিল্লি সুপারস্টারজ (South Delhi Superstarz) আর্যবীরকে (Aryaveer Kohli) ১ লক্ষ টাকার বিনিময়ে নিলামে কিনে নিয়েছে। এই ক্রিকেটার আয়ুশ বাদোনি (Ayush Badoni), দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) মতো তারকা ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবেন। উল্লেখ্য আর্যবীর (Aryaveer Kohli) বিরাট কোহলির (Virat Kohli) ছোটোবেলার কোচ রাজকুমার শর্মার (Rajkumar Sharma) কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। দিল্লি প্রিমিয়ার লিগে (DPL) ভালো পারফর্ম্যান্স করতে পারলে আইপিএলেও (IPL 2025) তিনি জায়গা করে নিতে পারবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

প্রথমবার চ্যাম্পিয়ন আরসিবি-

২০২৬ আইপিএলের আগেই দল পেলেন বিরাট কোহলির ভাইপো, এই ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি !! 3
Virat Kohli | Images: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) আইপিএলের (IPL 2025) উদ্বোধনী মরসুম থেকেই ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে। কিন্তু এই দলে বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ব্যাটসম্যান থাকলেও দীর্ঘদিন ট্রফি জয়ের স্বপ্ন সার্থক করতে পারিনি আরসিবি (RCB)। তবে এই বছর আইপিএলে (IPL 2025) নতুন অধিনায়ক রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে প্রথম থেকেই দুরন্ত শুরু করে তারা। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের জায়গা করে নেয় বেঙ্গালুরু।

এরপর ফাইনালে পাঞ্জাব কিংসকে (PBKS) হারিয়ে আইপিএলে (IPL 2025) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় আরসিবি (RCB)। ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ১৫ ম্যাচে সংগ্রহ করেন ৬৫৭ রান। তবে ট্রফি জয়ের উদযাপনের সময় এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দুর্ভাগ্যজনকভাবে পদপিষ্ট ঘটনা ঘটে। যার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বর্তমানে আইনি জটিলতার মধ্যে পড়েছে।

Read Also: KKR থেকে ঘাড় ধাক্কা খাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার, নতুন এই দলের জার্সিতে মাঠে নামবেন কোটিপতি তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *