সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ ১৪ বছরের টেস্ট ক্রিকেটে ইতি পড়েছে কোহলির। ভারতীয় দলের জার্সিতে একাধিক ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। দলের হয়ে ১২৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। পাশাপাশি, ৬৮ টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী বিরাট কোহলি এখনও তরুণদের সমানে সমানে টক্কর দিতে সক্ষম। এই বয়সেও তিনি ফিটনেস ধরে রেখেছেন। চলতি আইপিএলের মঞ্চেও কোহলি অরেঞ্জ ক্যাপ জেতার কাছাকাছি রয়েছেন। তবে, হঠাৎ করেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন শিপের নতুন সার্কেল শুরু হওয়ার আগেই অবসরের ঘোষণা দিয়েছেন কোহলি তা নিয়ে বেড়েছে জল্পনা। সূত্রের খবর বিরাট কোহলিকে নাকি ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের জন্য অবসর নিতে হয়েছে।
গম্ভীরের জন্যই অবসর নিয়েছেন কোহলি

বিরাট কোহলি ও গৌতম গম্ভীর দুজনেই দিল্লির ক্রিকেটার। একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন, তাছাড়া দুজনের মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখা গেলেও একসময়ে গম্ভীর ও কোহলির মধ্যে বেশ দ্বন্দ্ব দেখা যেত। আইপিএলের মঞ্চে দুজন যখন মুখোমুখি হতেন তখন প্রায়শই দুজনের মধ্যে বিবাদ লেগে থাকতো। কিন্তু গম্ভীর ভারতীয় ক্রিকেটের নতুন কোচ হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক বেশ বদলে যায়। দুজনেই বন্ধু হয়ে ওঠেন। তবে, সূত্রের দাবি গম্ভীরের কারণেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছে কোহলিকে। বিগত চার বছর ধরে টেস্টে ব্যাটে সেভাবে রান পাচ্ছেন না কোহলি। বিগত চার বছরে কোহলির টেস্ট গড় ৩০’এর ঘরে। এই পরিস্থিতিতে গম্ভীর আর চাইছেন না বিরাটকে অতিরিক্ত সুযোগ দিতে। অন্যদিকে, বিরাট নাকি আবার টেস্ট ক্যাপ্টেন্সি চেয়েছিলেন। কিন্তু বিসিসিআই এবং গৌতম গম্ভীর বিরাটকে টেস্ট দলের অধিনায়ক করায় পক্ষপাতী ছিলেন না। তাই বাধ্য হয়েই নাকি অবসর নিয়েছেন বিরাট (Virat Kohli)।
Read More: Virat Kohli: দল নয় বরং ব্যক্তিগত স্বার্থকেই প্রাধান্য বিরাটের, অবসরের সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্রিকেটমহল !!
অস্ট্রেলিয়া সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর বিরাট কোহলি ফিরে আসেন রঞ্জি ট্রফি খেলতে। বিরাট যদি সত্যিই অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার জেরেই অবসর নিতেন তাহলে কেন তিনি রঞ্জি ট্রফির ম্যাচ খেললেন ? যদিও এই বিষয়টি অজানা দিল্লি রঞ্জি দলের কোচ স্বরণদীপ সিংয়ের কাছেও। দিল্লি রঞ্জি দলের কোচ স্বরণদীপ সিং বিরাটের অবসর নিয়ে মন্তব্য করে বলেছে, “হ্যাঁ অবশ্যই, বিরাট কোহলির হটকারী অবসরের সিদ্ধান্ত সবাইকে এখন অবাক করে দিয়েছে। আমরা তো ভাবতেই পারছি না তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তিনি ৭০০-৮০০ রান দূরেই ছিলেন এই ফরম্যাটে ১০ হাজার রান পূর্ণ করতে। আমাদের ভাবতে হবে উনি এত তাড়াতাড়ি অবসর নিলেন কেন ? আগে থেকে কোনো আভাস পাওয়া যায়নি।। বিরাট কোহলির মান এতটাই বেশি যে তিনি ভালো ভাবে বিদায় নিতে পারলেন না।”
বিরাটের অবসর এক মিস্ট্রি হয়েই রয়ে গেল

পাশাপাশি বর্ডার গাভাস্কার সিরিজের পরেই বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেসময় কোহলি দিল্লির দলের কোচ স্মরণদীপ সিংয়ের সাথে তার টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ও ইংল্যান্ড সিরিজ নিয়ে কথা বলেন। কোহলি অবসর নিতেই সেই কথোপকথন ফাঁস করলেন স্মরণদীপ। মন্তব্য করে তিনি বলেছেন, “যখন বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলতে এসেছিলেন, তখন তাঁর মধ্যে টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ ছিল না। এমনকি সেই সময়েই তিনি ইংল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছিলেন। তিনি বলেওছিলেন যে এবার তিনি আগের থেকে বেশি প্রস্তুতি নিয়েই যাবেন। এমনকি তিনি আমাকে বলেছিলেন সিরিজের আগে তিনি কাউন্টি না খেলে ভারতীয় এ দলের হয়ে খেলবেন দুটি ম্যাচ। আর ইংল্যান্ডে তিন-চারটি শতরান হাঁকাবেন সাথে তিনি প্রচুর রান করবেন বলেও জানান। তবে হঠাৎ করেই বিরাটের এই সিদ্ধান্ত কেন তা অজানা।”
তাছাড়া, বিরাটের ছোট বেলায় কোচ রাজ কুমার শর্মা বিরাটের এই সিদ্ধান্তে খুব খুশি না হলেও তিনিও বিরাটের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। মন্তব্য করে তিনি বলেছেন, “বিরাটের এত অনবদ্য টেস্ট ক্যারিয়ারের জন্য তাঁকে শুভেচ্ছা। ওনার কোচ হিসেবে আমি গর্বিত। দেশের জন্য এত কিছু করে দেখিয়েছেন তিনি, তাছাড়া আগামী প্রজন্মের কাছে একটি উদাহরণ তৈরি করেছেন তিনি। আর বিরাটকে সাদা জার্সিতে দেখা যাবে না, এটা সত্যি ভাবতে পারছি না। আমি আশা করি বিরাট ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ জিতবে।”