ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচে দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli), এবার সেই কোহলি ১৫ বছর পর ফিরছেন ঘরোয়া ক্রিকেটে। বিজয় হাজারে ট্রফি খেলতে প্রস্তুত বিরাট কোহলি (Virat Kohli)। দিল্লি দলের কাছে তিনি নিজের উপস্থিতির কথা জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ডিডিসিএ সভাপতি রোহন জেটলি ফাঁস করলেন সেই খবর। তিনি জানিয়েছেন, কোহলি বিজয় হাজারের জন্য উপলব্ধ থাকবেন, যদিও পুরো টুর্নামেন্টে সব ম্যাচ খেলবেন কি না, তা এখনও পরিষ্কার নয়। আগামী, ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
ঘরোয়া ক্রিকেটে ফিরছেন কিং কোহলি

রাঁচিতে প্রথম ওডিআইয়ের ম্যাচ সেরা হওয়ার পর কোহলির মন্তব্য ঘিরে অনেক প্রশ্ন উঠেছিল। অনেকেই ভেবেছিলেন বোর্ডের নীতির সঙ্গে সাংঘর্ষ রয়েছে তাঁর। তিনি সেদিন জানান, অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন নেই, কারণ তার ক্রিকেট মূলত মানসিক প্রস্তুতির ওপর নির্ভরশীল। বোর্ডের ঘরোয়া ক্রিকেট বাধ্যতামূলক করাটা তাঁর সিদ্ধান্তের বিপরীত বলেই মনে করা হচ্ছিল। এর আগে, ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারকে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য ভারতীয় জাতীয় দল থেকে ও বার্ষিক চুক্তি থেকেও ছাঁটাই করা হয়েছিল। যদিও ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলির কামব্যাক সেই ধারণা বদলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
২০০৯-১০ মৌসুমের পর প্রথমবার বিজয় হাজারে ট্রফিতে নামছেন কোহলি। শেষবার তিনি খেলেন ১৮ ফেব্রুয়ারি ২০১০, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর কিছুদিন আগে, যে সিরিজে শচীন তেন্ডুলকর ওডিআইয ফরম্যাটে প্রথম দ্বিশতরান হাঁকিয়েছিলেন। বিজয় হাজারেতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তার রান ৮১৯, গড় ৬৮.২৫ এবং স্ট্রাইক রেট ১০৬.০৮। রয়েছে চারটি শতরান ও তিনটি অর্ধশতক। এবার গ্রুপ ডিতে দিল্লির প্রতিপক্ষ গুজরাট, সার্ভিসেস, সৌরাষ্ট্র, ওড়িশা, রেলওয়ে, হরিয়ানা ও অন্ধ্র। প্রথম ম্যাচ অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে আলুরে অনুষ্ঠিত হবে।
১৫ বছর পর বিজয় হাজারেতে বিরাট কোহলি

পাশাপাশি, বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর জোর দিয়ে বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটাররা দেশের হয়ে না খেললে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়াই বাধ্যতামূলক। এই নীতির কারণেই গত মৌসুমে রোহিত শর্মা, কোহলি সহ বেশ কয়েকজন সিনিয়র রঞ্জি খেলেছিলেন। এবার হয়তো রোহিত ও কোহলি দুজনকেই বিজয় হাজারে খেলতে দেখতে পাওয়া যাবে। মঙ্গলবার দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলি সংবাদ সংস্থাকে বলেন, “বিজয় হাজারে ট্রফিতে খেলবে বলে জানিয়েছেন বিরাট কোহলি। তবে তিনি কতগুলো ম্যাচের জন্য উপলব্ধ থাকবেন সেটা এখনও পরিষ্কার নয়। দিল্লির ড্রেসিং-রুমে ওনার উপস্থিতি সবার কাছে বড় অনুপ্রেরণা হতে চলেছে।“