সদ্য ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ সমাপ্ত হয়েছে। অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে ভারত ড্র করতে সক্ষম হয়েছে। ম্যাচটিতে বৃষ্টির কারণে বেশিরভাগ ওভার খেলা সম্ভব হয়নি, তবে ভারতীয় দলের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) অবসর নিয়েছেন। ভারতীয় দলের হয়ে দীর্ঘ ১৪ বছর খেলে আসছেন তিনি। অবশেষে অবসর নিয়ে দেশে ফিরে এসেছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন অবসর নিতেই সমাজ মাধ্যমে আরও একটি খবর সামনে এসেছে, আসলে অস্ট্রেলিয়ার সফর শুরু হওয়ার আগে জানা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে শেষ হতে হতে ভারতীয় দলের দুইজন খেলোয়াড়কে বিদায় নিতে দেখা যাবে। একজন খেলোয়ার ইতিমধ্যে বিদায় নিয়ে নিয়েছেন, তবে আর একজন খেলোয়াড় কে হতে চলেছেন তা নিয়ে সমাজ মাধ্যমে তুমুল চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, তিনি হলেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। সামনেই ভারত ও ইংল্যান্ডের সাদা বলের খেলা শুরু হয়েছে, ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলতে হবে।
অবসর নিতে চলেছেন কোহলি
তবে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই অবসর নিতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli) চলতি সময়ে ফর্মের সঙ্গে লড়াই করছেন। বিরাট বিগত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে নিজের ছন্দ খুঁজে পাননি। তিনি কেবলমাত্র ব্যাটিং সহায়ক উইকেটে বিরাটকে রান বানাতে দেখা গিয়েছে। কিন্তু স্পিন উইকেট ও পেস বোলারদের সহায়ক উইকেটে বিরাট কোহলি ব্যর্থ হয়েছেন বারবার। এমনকি বিরাট কোহলির কোচ তাকে নিয়ে বড় আপডেট দিয়েছেন। মন্তব্য করে বিরাট কোহলি ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন বিরাট খুব শীঘ্রই ভারত ছাড়তে চলেছেন এবং তিনি ইংল্যান্ডে জীবন যাপন করবেন।
Read More: অশ্বিন অবসর নিতে ভাগ্য খুললো এই খেলোয়াড়ের, অস্ট্রেলিয়া সিরিজে পেলেন ডাক !!
সূত্রের খবর অস্ট্রেলিয়া সিরিজ সমাপ্ত হওয়ার পরেই নাকি নতুন বছর বিরাট ভারতে নয় বরং বিদেশের মাটিতেই কাটাতে চাইছেন। রাজকুমার জানিয়েছেন, স্ত্রী অনুষ্কা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই থাকবেন তিনি। রাজকুমার আরও মন্তব্য করে বলেছেন, “কোহলি লন্ডনে যাওয়ার কথা ভাবছেন। সেখানে খুব তাড়াতাড়ি অনুষ্কা, ভামিকা ও অকায়কে নিয়ে সেখানে চলে যাবে ও। ক্রিকেট ছাড়া বাঁকি সময়টা তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন। অবসরের পর বাঁকি জীবনটা ওখানেই কাটাবেন তিনি।”
বিরাটের কোচ দিলেন বড় বয়ান
পাশাপাশি, বিরাট কবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন, সেটা স্পষ্ট জানিয়ে দেন তিনি। মন্তব্য করে তিনি জানিয়েছেন কোহলি এখনও ৫ বছর টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন। তিনি বিরাটের ফর্ম নিয়ে আরও বলেছেন, “২০০৮ সাল থেকে বিরাট যথেষ্ট ভাল প্রদর্শন করে আসছেন। দুই ইনিংস বিচার করে বিরাটের ফর্মের সমালোচনা করা ঠিক নয়। সিরিজের প্রথম ম্যাচেই ও সেঞ্চুরি করেছে এই সিরিজে আর কতজন ভারতীয় ব্যাটসম্যানরা সেঞ্চুরি করেছেন ?”