IND vs AUS: তৃতীয় ওয়ানডে থেকে বাদ বিরাট কোহলি, দল ছেড়ে রওনা দিলেন লন্ডন !! 1

IND vs AUS: অস্ট্রেলিয়ার মাটিতে সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। চলমান ওডিআই সিরিজে প্রথম দুই ম্যাচে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। প্রথম দুই ম্যাচেই হেরেছে ভারত এবং তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যাবধানে পিছিয়ে পড়েছে। কালকের ম্যাচে পরাজয়ের পর ভারতীয় দল সিরিজে হেরে গিয়েছে। ভারতের ব্যাটিং অর্ডার এই সিরিজে সেভাবে ছন্দ দেখাতে পারেনি। বিশেষ করে বিরাট কোহলি এই সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যার্থ হয়েছেন। বিরাট কোহলি ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। ভারতীয় দলের কথা বলতে গেলে, এবারের অস্ট্রেলিয়া সফরে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। দলের অধিনায়ক বদলে গিয়েছে। ভারতের নয়া অধিনায়ক হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ক্যাপ্টেনসি পাওয়ার পর যেন গিলকে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তিনিও প্রথম দুই ম্যাচে রান পাননি।

ফর্মের দেখা নেই কোহলির ব্যাটে

কোহলি
Virat Kohli | Image: Getty Images

শুভমান প্রথম ম্যাচে, ১০ এবং দ্বিতীয় ম্যাচে ৯ রানে আউট হয়েছেন। কঠিন উইকেটে গিলের ব্যর্থতা অব্যহত। অন্যদিকে, ডনের দেশে দুই ওডিআই ম্যাচেই খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। প্রথম ম্যাচে, মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে ৮ বলে ডাক আউট হয়েছেন কোহলি। এরপর, দ্বিতীয় ম্যাচে ৪ বল খেলে জেভিয়ার বারলেটের বলে এলবিডব্লিউ আউট হন কোহলি। প্রথম বারের জন্য পরপর দুই ইনিংসে খাতা খোলেনি বিরাটের। বিরাটের এই ব্যার্থতার পর সমাজ মাধ্যমে বেশ ট্রোল হয়েছেন কোহলি। শুধু তাই নয়, বিরাট কোহলি দ্বিতীয় ওডিআই ম্যাচে আউট হওয়ার পর অ্যাডিলেডের দর্শকদের উদ্দেশে বিদায়ী বার্তা দেন। প্রথম দুই ম্যাচে ব্যার্থতার জেরে কোহলিকে বেশ হতাশ দেখিয়েছে। তাঁর মতন কিংবদন্তি তারকার এই ব্যর্থতা  হতাশাজনক।

Read More: “লজ্জা লজ্জা..”, অজিদের বিপক্ষে সিরিজ হেরে ভারতীয় ওডিআই দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় !!

লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন কোহলি

কোহলি
Virat Kohli | Image: Twitter

দুই ম্যাচের ব্যার্থতার পর কোহলিকে এবার ওডিআই ক্রিকেট থেকে সরে যেতে দেখা যাচ্ছে। এক সূত্রের দাবি, কোহলি অ‌্যাডিলেড থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। ব্যাক্তিগত কারণের জন্যই অস্ট্রেলিয়া ছাড়ছেন কোহলি। দীর্ঘ সাত মাস পর ভারতীয় দলের জার্সিতে অবতরণ হয়েছিল কোহলির। দুই দলের মধ্যে শেষ ম্যাচটি ২৫ অক্টোবর খেলা হবে। এই খেলায় বিরাটের খেলার সম্ভাবনা কম। একদিকে বিরাটের খারাপ ফর্ম তো অন্যদিকে তাঁর লন্ডন ফেরার জল্পনা, কোহলির ক্যারিয়ারকে একেবারে শেষ দিকে ঠেলে দিয়েছে। টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলিকে কেবলমাত্র ওডিআই ফরম্যাটেই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ফরম্যাটে লাগাতার ব্যার্থ হলে তাঁর ক্যারিয়ার এখানেই শেষ হতে পারে। শেষ তিন ম্যাচে কোহলির সংগ্রহ মাত্র ১ রান। ক্যারিয়ারে ওডিআই ফরম্যাটে ৩০৪ ম্যাচে ৫৭.৪১ গড়ে ১৪,১৮১ রান বানিয়েছেন। এমনকি তাঁর নামে রয়েছে ৭৪টি অর্ধশতরান এবং ৫১টি শতরান।

Read Also: মিনি নিলামের আগেই KKR’এ ঈশান কিষাণ, বড়ো চমক নাইট কর্মকর্তাদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *