Virat Kohli: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত। আজকের চতুর্থ টেস্টের শুরুতেই ভারতীয় দলের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিলেন অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করা স্যাম কনস্টাস (Sam Konstans)। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলেন প্যাট কামিন্স, তার নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন অভিষেক করা স্যাম কনস্টাস। মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) থেকে শুরু করে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কাউকেই ছেড়ে কথা বলেননি তিনি। সবার বিরুদ্ধেই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় তাকে। তবে কনস্টাসের এমন আগ্রাসী ব্যাটিং দেখে স্লেজিংয়ের পথ বেছে নেন বিরাট কোহলি (Virat Kohli)।
কনস্টাসের সঙ্গে ধাক্কা-ধাক্কি হয় বিরাটের
তবে, স্যাম কনস্টাসের সঙ্গে শুধু মুখে নয় লড়াই পর্যন্ত গড়ায় দুজনের কেমিস্ট্রি। আসলে, অজি ইনিংসের দশম ওভারের শেষে কনস্টাসের সঙ্গে ঝামেলায় জড়ান বিরাট কোহলি। দশম ওভারে সিরাজের ওভারের শেষে যখন ব্যাটসম্যানরা প্রান্তবদল করছিলেন তখন বিরাট কোহলি ওপর প্রান্ত থেকে সোজা ব্যাটার কনস্টাসের দিকে এগিয়ে যান। প্রকাশ্যে আসা ভিডিওতে এটা স্পষ্ট যে, সেসময় কনস্টাস নিজের গ্লাভস খুলতে ব্যস্ত ছিলেন। তিনি কোহলির দিকে তাকাচ্ছিলেনই না। তবে, কোহলি কনস্টাসের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে কাঁধে কাঁধ ঠেকিয়ে ধাক্কা দেন। ক্ষমা নে চেয়ে, কোহলি ঘুরে তর্কে জড়ান।
টেস্ট অভিষেকে মাত্র ৫২ বলে অর্ধ-শতরান হাঁকান স্যাম। ৬৫ বলে ৬টি চার এবং ২টি ছক্কায় ৬০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ১৯.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কনস্টাস। কোহলির করা এমন ঘটনার পরে রীতিমতো অখুশি হয়েছেন রিকি পন্টিং (Ricky Ponting), মাইকেল ভনদের মতন প্রাক্তন খেলোয়াড়রা। পন্টিং সরাসরি দাবি জানিয়েছেন যে কোহলি ইচ্ছা করেই ঝামেলা বাঁধিয়েছেন এবং ভন ম্যাচ রেফারির থেকে কঠিন ব্যাবস্থা নিতে বলেছেন। যদিও কাঁধে কাঁধ লাগালে প্লেয়ারকে একটি করে ডেমরিট পয়েন্ট দেওয়া হয় থাকে। তবে যদি ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফ্ট মনে করেন দু’জনেই লেভেল টু পর্যায়ের অপরাধ করেছেন তা হলে তিন বা চার ডিমেরিট পয়েন্ট দিতে পারেন। চার ডিমেরিট পয়েন্ট পেলে পরের টেস্টে নির্বাসিত হতে হবে বিরাট কোহলিকে (Virat Kohli)।