"যতদিন খেলবো সিংহের মতন খেলবো..." ইমপ্যাক্ট প্লেয়ার হওয়া নিয়ে রোহিতকে খোঁচা বিরাটের !! 1

ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট কোহলি (Virat Kohli) শুধুই একজন ক্রিকেটার নয়, তিনি খেলার মান ও নিষ্ঠার প্রতীক। সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আলবিদা ঘোষণা করে দিয়েছেন কোহলি শুধুমাত্র ২০২৭’ এর ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করতে। ২০২৫ সালের আইপিএলে প্রথম বারের জন্য আইপিএল খেতাব জিতেছে কোহলির আরসিবি ব্রিগেড। টুর্নামেন্টে আরসিবির পক্ষ থেকে সর্বাধিক রান তিনিই বানিয়েছেন। এবার আরসিবি দলের অংশ ছিলেন তরুণ ক্রিকেটার স্বস্তিক চিকারা (Swastik Chikara)। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোহলির ক্রিকেটের প্রতি আত্মোৎসর্গ ঠিক কতটা।

ক্রিকেটের প্রতি অনুগত কিং কোহলি

Ravi shastri, বিরাট কোহলি
Virat Kohli | Image: Getty Images

কোহলি স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি কখনোই আইপিএলে বা অন্য কোনো ফরম্যাটে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন না। তাঁর কথায়, যতদিন তিনি ফিট আছেন ততদিন তিনি পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। স্বস্তিক বলেছেন, “এবার আইপিএলে কোহলি ভাইয়ের সঙ্গে আমি বেশ ভালো সময় কাটিয়েছি। তিনি আমাকে বলেন যতদিন তিনি ক্রিকেট খেলবেন ততদিন তিনি সিংহের মতন ক্রকেট খেলবেন। তিনি বলেন যতদিন তিনি ফিট থাকবেন, ততদিনই পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকবেন। তিনি বলেন, ‘যদি আমাকে শুধুমাত্র কিছু ওভারের জন্য নামতে হয়, আমি তা করতে চাইব না। আমি সবসময় পূর্ণ শক্তি দিয়ে খেলব।

Read More: “আপনাকে সুযোগ দিলে…” গম্ভীরকে ধমক আদালতের, এশিয়া কাপের আগে চাপে টিম ইন্ডিয়া কোচ !!

স্বস্তিক চিকারা জানিয়েছেন যে, বিরাট কোহলি সবসময় মাঠে পূর্ণাঙ্গ দায়িত্বের সঙ্গেই খেলেন। তিনি ব্যাটিং এবং ফিল্ডিং উভয়েই পুরোপুরি মনোযোগ দেন। কোহলিকে নিয়ে তিনি আরও বলেন যে, “তিনি আমাকে বলেছেন, ‘আমি পুরো ২০ ওভার ফিল্ডিং করব, তারপর ব্যাটিং করব। আমি কখনোই অল্প সময়ের জন্য মাঠে নামব না।’ এটাই তাঁর খেলার মানকে প্রতিফলিত করে।

ইমপ্যাক্ট প্লেয়ার হতে নারাজ কোহলি

Virat Kohli Will Play Last IPL This Year
Virat Kohli | Image: Getty Images

আইপিএল ২০২৫-এ বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ১৫ ম্যাচে ৬৫৭ রান করে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিং কোহলি। বিশেষ করে ফাইনালে ৩৫ বলে ৪৩ রানের ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনিংস ছিল। ২০২৪ সাল থেকে কোহলি দুটি আইসিসি ট্রফি ও একটি আইপিএল খেতাব জিতেছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন কোহলি। এরপর ২০২৫ এর আইপিএল চলাকালীন মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন বিরাট। তবে তাকে আইপিএলে এবং ভারতের হয়ে ওডিআই ফরমেটে খেলতে দেখতে পাওয়া যাবে।

Read Also: “আধার কার্ড দেখাব?” অনুরাগীকে খোঁচা শচীনের, প্রশ্নোত্তর পর্বে মনের জানালা খুললেন ‘ক্রিকেট ঈশ্বর’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *