অস্ট্রেলিয়াতে মেজাজ হারালেন বিরাট কোহলি (Virat Kohli)। মাঠে নয়, বরং মাঠের বাইরেই উগড়ে দিলেন ক্ষোভ। ঘটনাটি ঘটেছে মেলবোর্নের বিমানবন্দরে। ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হয়েছে গতকাল। আগামী ২৬ তারিখ থেকে রয়েছে পরবর্তী ম্যাচ। সেই বক্সিং ডে টেস্টের জন্যই ব্রিসবেন থেকে মেলবোর্নে উড়ে এসেছেন ভারতীয় ক্রিকেটাররা। সপরিবার এসেছেন বিরাট’ও (Virat Kohli)। কিন্তু মেলবোর্নের বিমানবন্দরেই এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকতে হলো। জনৈক অস্ট্রেলীয় সাংবাদিকের সাথে রীতিমত কথা কাটাকাটি হয় ভারতীয় মহাতারকার। আধুনিক দুনিয়ায় সেলিব্রিটিদের ব্যক্তিগত পরিসর ঠিক কতটা তা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিলো আজকের ঘটনা।
Read More: IND vs AUS: শেষ দুই টেস্টে পালটে যাচ্ছে ভারতীয় দল, অভিজ্ঞ মুখদের ফেরাচ্ছে বিসিসিআই !!
মেলবোর্নে মেজাজ হারালেন কোহলি-
ক্রিকেট মাঠের সুপারস্টার হয়েও নিজের ব্যক্তিগত জীবনকে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আসতে দিতে রাজী নন বিরাট কোহলি (Virat Kohli)। দুই সন্তান ভামিকা (Vamika Kohli) ও অকায়ের ছবি বা ভিডিও না তুলতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আগেও অনুরোধ জানিয়েছেন বিরাট ও তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কা (Anushka Sharma)। কিন্তু আজ মেলবোর্ন বিমানবন্দরে জনৈক সাংবাদিক সেই সীমারেখা পেরোতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রাক্তন ভারত অধিনায়ক। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম চ্যানেল সেভেন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে নীল পোশাক পরিহিতা এক টিভি সাংবাদিককে উত্তেজিত হয়ে কিছু বলতে দেখা গিয়েছে কোহলিকে (Virat Kohli)। কথোপকথন শোনা না গেলো ভারতীয় তারকা যে খুশি ছিলেন না তা স্পষ্ট শরীরী ভাষাতে।
পরে বিমানবন্দরে উপস্থিত অন্যান্য সংবাদমাধ্যমের সামনেও আসেন কোহলি। স্পষ্ট ভাষায় জানান, ”আমার সন্তানদের ব্যাপারে আমি একটু গোপনীয়তা আশা করি। আমার অনুমতি না নিয়ে আপনারা ভিডিও করতে পারেন না।” এরপরে আর কথা বাড়ান নি তিনি। কোনো প্রশ্নের অপেক্ষা না করে সটান হাঁটা লাগান পিছনের দিকে। অসন্তোষ তখনও ঝরে পড়ছিলো তাঁর চলনভঙ্গিতে। বিরাট (Virat Kohli) বিস্ফোরণের খবর দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর। ‘এভাবে সবসময় মুখের সামনে ক্যামেরা ধরলে রাগ হতে বাধ্য’ লিখেছেন একজন। ‘সেলিব্রিটিদের মানুষ ভাবা উচিৎ আমাদেরও’ মন্তব্য আরও একজনের। ‘সংবাদমাধ্যমেরও কিছু দায়িত্ব আছে, যা এই সাংবাদিক পালন করেন নি’ কোহলির পাশে দাঁড়িয়ে লিখেছেন একজন। ‘খ্যাতির বিড়ম্বনা’ মন্তব্য আরও এক নেটিজেনের।
দেখুন ঘটনার ভিডিও-
Virat Kohli has been involved in a fiery confrontation at Melbourne Airport#INDvsAUS #ViratKohli #ViratKohli𓃵 #AUSvIND pic.twitter.com/JvqiDDDYew
— Cricket Funny Memes For Fun Only (@cricketmemesJZ) December 19, 2024
কড়া পরীক্ষার মুখে বিরাট-
চলতি বর্ডার-গাওস্কর সিরিজে (BGT) ধারাবাহিকতার অভাব স্পষ্ট বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে। পার্থে একটি শতরান করেছেন ঠিকই, কিন্তু অ্যাডিলেড বা গাব্বায় হয়েছেন চূড়ান্ত ব্যর্থ। অফ স্টাম্পের বাইরের বলে তাঁর পুরনো দুর্বলতা ফিরে এসেছে চলতি অস্ট্রেলিয়া সফরে। পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম স্টাম্পের লাইনে বোলিং করে তাঁর বিরুদ্ধে নিয়মিত সাফল্য ছিনিয়ে আনছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা (Pat Cummins)। নিজের সীমাবদ্ধতা ঢেকে ফর্মে ফিরতে আদৌ পারবেন কোহলি? উঠতে শুরু করেছে প্রশ্ন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামার আগে শচীন তেন্ডুলকরের সিডনিতে খেলা ২৪১* ইনিংসের ভিডিও দেখুন কোহলি, চান সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। অনমনীয় মানসিক দৃঢ়তা দেখিয়ে সেদিন একটিও কভার ড্রাইভ খেলেন নি শচীন। ‘আইডল’-এর থেকে কোহলিকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন ‘লিটল মাস্টার।’