চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়ের পর আবারও একদিনের ক্রিকেটে ভারতীয় দল মাঠে ফিরতে চলেছে। অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ নিয়ে উত্তেজনার পারদ ক্রিকেট ভক্তরা অনেকটাই বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। তাদের ব্যাট হাতে এক ঝলক দেখার জন্য সমর্থকরা এতদিন অপেক্ষা করেছিলেন। রবিবার পার্থে এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু এর মধ্যেই কোহলিকে নিয়ে বড়ো আপডেট সামনে এল।
Read More: “ওকে ইচ্ছা করেই সুযোগ দিচ্ছে না…” রোহিতের ছায়ায় ঢাকা জয়সওয়ালের পাশে দাঁড়ালেন মদন লাল !!
নেই বিরাট কোহলি-

কিং কোহলি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2024) পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এরপর সম্প্রতি ইংল্যান্ডের (India vs England Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেটকেও বিদায় জানান তিনি। শেষবার নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন এই তারকা। এই টুর্নামেন্ট তিনি ৫ ম্যাচে সংগ্রহ করেছিলেন ২১৮ রান।
এই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তাকে মাঠে দেখার জন্য ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। কিন্তু এই ম্যাচে তাকে একাদশে দেখতে পাওয়া যাবে না বলেই খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী বিরাট কোহলিরকে ছাড়াই একাদশ সাজাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে কেন বাদ দেওয়া হবে সেই বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি। অনুশীলনের সময় সামান্য চোট পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না অনুরাগীরা।
নেতৃত্বের দায়িত্বে গিল-

বিরাট কোহলির (Virat Kohli) পর রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তার নেতৃত্বে ২০২৩ সালে ভারতীয় দল একদিনের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। এছাড়াও দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো শিরোপা এনে দিয়েছেন তিনি। এই কারণে মনে করা হচ্ছিল হিটম্যানকে ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে।
কিন্তু অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের জন্য হঠাৎ করেই রোহিতকে সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় এই তারকা ব্যাটসম্যানকেই টেস্ট ক্রিকেটের অধিনায়কের দায়িত্বে নিয়ে আসা হয়। এশিয়া কাপে (Asia Cup 2025) টি-টোয়েন্টি ফরম্যাটেও সহ অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল তাকে। উল্লেখ্য এখনও পর্যন্ত গিল দেশের হয়ে ৫৫ টি ওডিআই ম্যাচে মোট ২৭৭৫ রান সংগ্রহ করেছেন।
ভারতের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা