মিচেলকে ধাক্কা দিয়ে বিপাকে বিরাট, ICC'এর কড়া পদক্ষেপে নিষিদ্ধ হতে পারেন কোহলি !! 1

নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজ দিয়ে এই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। কিন্তু এই সিরিজে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে ব্লু ব্রিগেডরা রীতিমতো ধাক্কা খেয়েছে। গতকাল ইন্দোরে সিরিজ নির্ধারণকারী ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে ড্যারিল মিচেল (Daryl Mitchell) এবং গ্লেন ফিলিপস (Glenn PhilIips) জ্বলে উঠেছিলেন। মিচেলের দুরন্ত ব্যাটিং ভারতীয় দলকে চাপের মধ্যে ফেলে দিয়েছিল। তিনি আউট হয়ে যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাকে বিরাট কোহলি (Virat Kohli) বাউন্ডারি লাইনে রীতিমতো ধাক্কা দেন। এবার এই ঘটনায় তারকা ব্যাটসম্যান শাস্তির মুখে পড়তে পারেন বলে খবর সামনে এল।

Read Also: ‘বিরাট থাকলে আটকাতে পারত না..’ BBL’এর ঘটনায় বাবার আজমকে কটাক্ষ করলেন বাসিত আলি !!

মিচেলকে ধাক্কা বিরাটের-

মিচেলকে ধাক্কা দিয়ে বিপাকে বিরাট, ICC'এর কড়া পদক্ষেপে নিষিদ্ধ হতে পারেন কোহলি !! 2
IND vs NZ | Image: Getty Images

রবিবার ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ব্যাট করতে আসেন। দলের টপ অর্ডার ভরসা দিতে না পারলেও ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস দুজনে বিধ্বংসী ফর্মে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা দুজনে মিলে ১৮৬ বলে গুরুত্বপূর্ণ ২১৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ড্যারিল মিচেল একাই ১৩১ বলে ১৩৭ রান‌ তুলে নিয়ে ভারতীয় বোলারদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন।

তার ব্যাট থেকে এসেছিল ১৫ টি চার এবং ৩ টি ছয়। ৪৪.১ ওভারে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) দুরন্ত বলে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ক্যাচ দিয়ে যখন মিচেল বেরিয়ে যাচ্ছিলেন তখন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি ধাক্কা দেন। ধাক্কা দিয়ে কিউই ব্যাটসম্যানকে মাঠের বাইরে করে দেন এই ভারতীয় তারকা। এরপরই ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে।

দেখুন সেই ভিডিওটি-

শাস্তির মুখে বিরাট-

Ind vs nz
Virat Kohli | Image: Getty Images

বিরাট কোহলির (Virat Kohli) এই ধরনের কর্মকাণ্ড এক শ্রেনীর ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারছেন না। ফলে তাকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও বিশেষজ্ঞ উল্লেখ করছেন। যদি কোহলি রাগের প্রকাশ ঘটাতে গিয়ে মিচেলকে ধাক্কা দিয়ে থাকেন তাহলে এটি আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের অপরাধ। এই অপরাধের ওপর ভিত্তি করে একজন ক্রিকেটারের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা হতে পারে।

সেই ক্রিকেটারকে ৩ বা ৪‌ টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ১ টি টেস্ট এবং ২ টি ওডিআই বা টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ পর্যন্ত করা হতে পারে। তবে এক অংশ মনে করছেন যে বিরাট কোহলি ড্যারিল মিচেলের সঙ্গে এটি মজার ছলে ঘটিয়েছেন। এর সঙ্গেই ভারতীয় তারকার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনোরকম অভিযোগ আইসিসির কাছে জমা পড়েনি। ফলে কিং কোহলিকে সম্ভবত কোনো শাস্তির মুখে পড়তে হবে না।

Read More: ‘কচু গাছে ফাঁসি দাও..’, নিউজিল্যান্ডের ‘B’ টিমের কাছে হেরে ভক্তদের নিশানায় গম্ভীরের ভারতীয় দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *