বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন। তার হাত ধরে এসেছে অসংখ্য সম্মান। বর্তমানে তিনি টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার (India vc Australia ODI Series) সফরে একদিনের সিরিজে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরতে চলেছেন এই তারকা। কিন্তু ২০২৭ বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত কিং কোয়ালি খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই নিজের অবসরের বিষয় উড়িয়ে দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান।
Read More: ঈশান কিষাণকে হারানো সম্মান ফিরিয়ে দিচ্ছে KKR, কোটি টাকার চুক্তিতে করছে দলে শামিল !!
বিরাট কোহলির বার্তা-

২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে নতুন করে একদিনের দল সাজাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। ইতিমধ্যেই তারা এই ফরম্যাটের জন্য হিটম্যানকে সরিয়ে শুভমানকে (Shubman Gill) নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। এরপরই ‘রো-কো’ জুটির অবসরের সম্ভাবনা সামনে উঠে আসে। তাদের ভবিষ্যতে দলে জায়গা করে নিতে হলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে হবে বলেও খবর সামনে এসেছিল। ফলে পরবর্তী ওডিআই বিশ্বকাপে তাদের নামার সম্ভবনা নেই বলে কার্যত ধরে নেওয়া হয়।
এর মধ্যেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বিরাট কোহলি (Virat Kohli) খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করেন। সেই পোস্ট বর্তমানে ভাইরাল হয়েছে। এই তারকা লেখেন, “যখন হাল ছেড়ে দাও তখনই তুমি হেরে যাও।” অর্থ্যাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অবসর না নিয়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলি বার্তা দিলেন বলেই ভক্তরা মনে করছেন।
আবারও ফিরছেন বিরাট-

২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও ট্রফি জয় করতে পারেনি ভারতীয় দল। সেই ক্ষত এখনও ভক্তদের মনে উজ্জ্বল হয়ে আছে। ফলে রোহিত-বিরাট জুটি ২০২৭ বিশ্বকাপে সমর্থকদের স্বপ্ন পূরণ করতে নিজেদের বর্তমানে প্রস্তুত করেছেন। কিং কোহলি শেষবার এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে তাকে এক ঝলক দেখার জন্য ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
বিরাট (Virat Kohli) ওডিআই ক্রিকেটের অন্যতম তারকা ব্যাটসম্যান। তিনি শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতরান করে ইতিহাস তৈরি করেছেন। একদিনের ক্রিকেটে তার ৫১ টি শতরান রয়েছে। এখনও পর্যন্ত এই ফরম্যাটে কিং কোহলি ৩০২ টি ওডিআই ম্যাচে সংগ্রহ করেছেন ১৪,১৮১ রান।