এই বছর আইপিএলে (IPL 2025) প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ লড়াইয়ের পর এই দলকে ট্রফি এনে দিতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছাসে এই তারকা ব্যাটসম্যানকে মেতে উঠতে দেখা যায়। অন্যদিকে আইপিএল (IPL 2025) চলাকালীন রোহিত শর্মার (Rohit Sharma) পর বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ফলে বর্তমানে তিনি ইংল্যান্ড সফরে ভারতীয় দলের (IND vs ENG) সঙ্গে নেই। বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজের আগে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন এই তারকা। তবে এর মধ্যেই এবার বেঙ্গালুরুর নয় দিল্লির মাটিতে বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে জ্বলে উঠতে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: বাংলাদেশ সিরিজের আগেই ভোলবদল বিসিসিআইয়ের, টি-20 দলের ক্যাপ্টেন হচ্ছেন পরাগ !!
দিল্লির মাঠে নামবেন বিরাট কোহলি-

ভারতের বিভিন্ন রাজ্যে টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলি বর্তমানে তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করছে। মুম্বাই টি-টোয়েন্টি লিগ, তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বেঙ্গল প্রিমিয়ার লিগ পর্যন্ত ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছেন একাধিক তরুণ প্রতিভা। অন্যদিকে গত বছর থেকে দিল্লি ক্রিকেট বোর্ড দিল্লি প্রিমিয়ার লিগ (Delhi Premier League) আয়োজন করছে। এই বছরও নতুন উদ্যমে এই টুর্নামেন্টের নতুন মরসুম শুরু হতে চলেছে। ফলে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্মকর্তারা।
আসন্ন ৫ জুলাই এই বছর দিল্লি প্রিমিয়ার লিগের (DPL) নিলাম অনুষ্ঠিত হবে। প্রথম সারির প্রায় প্রতিটি ক্রিকেটারই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করেছেন। বিরাট কোহলির (Virat Kohli) নাম নিলামে না থাকলেও তিনি টুর্নামেন্টের আকর্ষণ বাড়ানোর জন্য মাঠে নামতে পারেন বলে খবর সামনে এসেছে। অন্যদিকে দিল্লি প্রিমিয়ার লিগের (DPL) নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন বিরাট কোহলির (Virat Kohli) ভাইপো আর্যবীর কোহলি। আর্যবীর একজন লেগ স্পিনার হিসাবে নিজের পরিচয় তৈরি করতে চাইছেন।
নিলামে রয়েছেন ঋষভ পান্থ-

এই বছর আইপিএলের (IPL 2025) নিলামে ২৭ কোটি টাকার বিনিময়ে রেকর্ড দামে ঋষভ পান্থকে (Rishabh Pant) দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তিনি এই দলের হয়ে টুর্নামেন্টে লড়াই চালানোর চেষ্টা করলেও ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হন। এবার এই তারকা ব্যাটসম্যান দিল্লি প্রিমিয়ার লিগের (DPL) জন্য নিলামে নাম নথিভুক্ত করলেন। ঋষভ পান্থ (Rishabh Pant) ছাড়া মোট ১০ জন আইপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটার এই তালিকায় রয়েছেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুয়াশ শর্মা (Suyash Sharma), দিগ্বেশ রাঠি (Digvesh Rathi), ঈশান্ত শর্মা (Ishant Sharma), প্রিয়াংশ আর্য (Priyansh Arya), হর্ষিত রানা (Harshit Rana)। এর সঙ্গেই বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) ছেলেও নিলামে নাম নথিভুক্ত করেছেন। উল্লেখ্য বিরাট কোহলির ভাইপো এবং সেহবাগের ছেলের না এক। অন্যদিকে ঋষভ পান্থ (Rishabh Pant) ভারতীয় দলের সঙ্গে বর্তমানে ইংল্যান্ড (IND vs ENG) সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করছেন। তিনি এই এই সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসেই শতরান করে রেকর্ড গড়েছেন।