IPL 2025: চলতি আইপিএলেই 'RCB' ছাড়ছেন বিরাট কোহলি, এই নতুন দলের হয়ে তুলবেন ঝড় !! 1

IPL 2025: আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে অসংখ্য বিনোদনমূলক অনুষ্ঠানে মেতে ওঠা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের প্রতিটি মুহূর্তকে এখন ক্রিকেট ভক্তর উপভোগ করছেন। পরপর দুই ম্যাচে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং কোলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মতো শক্তিশালী দলকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) বর্তমানে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে। তবে দলের তারকা সদস্য বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে এবার চাঞ্চল্যকর খবর সামনে এলো। আরসিবি ছেড়ে তিনি এবার নতুন দলে যোগ দিচ্ছেন।

নতুন দলে যোগ দিচ্ছেন বিরাট-

IPL 2025: চলতি আইপিএলেই 'RCB' ছাড়ছেন বিরাট কোহলি, এই নতুন দলের হয়ে তুলবেন ঝড় !! 2
Virat Kohli | Image: Getty Images

২০০৮ সাল থেকে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে অংশগ্রহণ করে আসছেন। তিনি দলের অসংখ্য উত্থান-পতনের সাক্ষী হয়ে থেকে থেকেছেন। অধিনায়ক হিসেবেও বিরাট (Virat Kohli) আরসিবিকে ট্রফি এনে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি এখনও পর্যন্ত দলকে ট্রফি এনে দিতে পারেননি। এই বছর মেগা নিলামের আগে এই তারকা ব্যাটসম্যানকে বেঙ্গালুরু ২১ কোটি টাকার মাধ্যমে ধরে রেখেছে। অন্যদিকে আজ বিগ ব্যাশ (Big Bash) লিগের অন্যতম জনপ্রিয় দল সিডনি সিক্সার্স (Sydney Sixers) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখে, “আগামী দুই বছরের জন্য সিডনি সিক্সার্সে যোগ দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।” ফলে অনেকেই ভেবেছিলেন এই ভারতীয় তারকা ব্যাটসম্যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে নতুন দল সিডনি সিক্সার্সে সই করেছেন।

ঘটনার পিছনে আসল সত্য-

IPL 2025: চলতি আইপিএলেই 'RCB' ছাড়ছেন বিরাট কোহলি, এই নতুন দলের হয়ে তুলবেন ঝড় !! 3
Virat Kohli | Image: Getty Images

বাস্তবে বিরাট কোহলি (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দল ছাড়েননি এবং সিডনি সিক্সার্সে (Sydney Sixers) আগামী দুই বছরের জন্য যোগ দেননি। আসলে ১ এপ্রিল বিশ্বজুড়ে বোকা বানানোর দিন হিসেবে উদযাপন করা হয়। তাই সিডনি সিক্সার্স ক্রিকেট ভক্তদের এই রকম পোস্ট করে এপ্রিল ফুল করেছে‌। পরবর্তীতে বিগ ব্যাশ লিগের এই দলটি বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে এপ্রিল ফুল করার বিষয়টি অফিশিয়ালি জানিয়ে দেয়। অন্যদিকে বিসিসিআইয়ের (BCCI) নিয়ম অনুযায়ী কোনো ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ছাড়া অন্য কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করতে পারেন না।

একমাত্র অবসর নেওয়ার পর তারা অন্য দেশের লিগে খেলতে পারেন। ফলে বিরাট কোহলিকে বর্তমানে আইপিএল ছাড়া দেশের বাইরে আর কোনো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলতে দেখার সুযোগ নেই ক্রিকেট ভক্তদের কাছে। এর সঙ্গেই বিরাট কোহলি নিশ্চিত করেছেন যে এই বছর আইপিএলের পর তিনি এই টুর্নামেন্টে থেকে অবসর নিতে চলেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *