খাতা খুলতে ব্যার্থ কিং কোহলি, উইলিয়াম ও'রোর্কের বলে ফিরলেন প্যাভিলিয়নে !! 1

Virat Kohli: ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ)। বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শনী দেখানোর পর আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টেস্টে একেবারে ব্যাকফুটে চলে এসেছে। গতকাল বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচটি শুরু হয়নি। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের ব্যাটিং ধ্বস লক্ষ করা গিয়েছে।

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আজকের বড় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নেন। পিচে আদ্রতা ও পরিবেশের দিকে নজর রেখে নিউজিল্যান্ডের তুলনামূলক ভাবে বেশ সুবিধা হয়েছে। অন্যদিকে ভারতীয় দলের কথা বলতে গেলে, ওপেনিং করতে আসা ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) বেশ সমস্যায় পড়তে দেখা গিয়েছিল।

রোহিতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন টিম সাউদি এবং ম্যাট হেনরি। সাউদির বলে স্টেপ আউট করে মারতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন রোহিত শর্মা এবং ক্যাপ্টেন আউট হওয়ার পর ব্যাটিং করতে আসেন ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। স্টিফ নিকের কারণে আজকের ম্যাচ থেকে বাদ পড়েছেন শুভমান গিল, তার বদলে আজ দলে ঠাঁই পেয়েছেন সরফরাজ খান এবং কুলদীপ যাদব।

রোহিত ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরার পর বিরাট কোহলি (Virat Kohli) ব্যাটিং করতে এসে আট বলে শূন্য রানে আউট হন কিউই পেসার উইলিয়াম ও’রোর্কের বলে। বলের বাউন্স বুঝতে না পেরে লেগ গালিতে আউট হয়ে যান কিং কোহলি, ২০১৬ সালের পর আবার সাদা বলের ক্রিকেটের মতন তিন নম্বরে ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি। তবে, আজকের ম্যাচে হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

 

Read Also: Virat Kohli: রাতারাতি ভাগ্য খুললো জাদেজার, বিরাটকে টপকে হলেন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *