ফর্ম হারিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), সাদা বলের ক্রিকেটে ২০২৩ সালে অসাধারণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। চলতি বছরে লাল ও সাদা উভয় বলেই ফর্ম হারিয়েছেন তারকা ব্যাটসম্যান। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে বিরাট খুবই খারাপ প্রদর্শন দেখাচ্ছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৬ ইনিংসে বিরাট কোহলি ১০০ রান বানাতে ব্যার্থ হয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট কোহলির স্কোর ০, ৭০, ১, ১৭, ৪, ১। সব মিলিয়ে ৯৩ রান করেছেন কোহলির। চলতি বছর ব্যক্তিগত কারণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি টেস্ট সিরিজ খেলেননি। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্ট এবং বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে দুটি ও তিনটি মোট ছয়টি টেস্ট খেলেছেন তিনি।
শীর্ষ ২০’র স্থান হারালেন বিরাট কোহলি
চলতি বছর বিরাট কোহলি (Virat Kohli) ৬ ম্যাচের ১২ ইনিংসে ২২.৭২ গড়ে ২৫০ রান বানিয়েছেন। সেই কারণেই আইসিসি র্যাঙ্কিংয়ে বিরাট পতন হয়েছে। তার এই পারফর্মেন্সের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বেশ পরিবর্তন হয়েছে। ২০১৪ সালের পর এই প্রথম বার বিরাট কোহলি শীর্ষ ২০ জন ব্যাটসম্যানের তালিকা থেকেও ছিটকে গিয়েছেন। বিরাট কোহলি বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে ২২ তম স্থানে নেমে এসেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তিনি শীর্ষ ১০’এর মধ্যে ছিলেন কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তার ফ্লপ ব্যাটিংয়ে হারিয়েছেন শীর্ষ ২০’র স্থান।
ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি চলতি বছর ভারতের জার্সিতে খুবই সাধারন প্রদর্শন দেখিয়েছেন। এবছর ১০ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৮ গড়ে ১৮০ রান বানিয়েছেন। ৩টি ওডিআই ম্যাচে তিনি ১৯.৩৩ গড়ে ৫৮ রান বানাতেই সক্ষম হয়েছেন। বিরাটের এই চরম খারাপ পারফরমেন্সের পর তিন ফরম্যাটেই তার র্যাঙ্কিংয়ে পরিবর্তন লক্ষ করা গিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে ভারতীয় দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে, আর এই সিরিজে বিরাট কোহলি নিজেকে প্রমাণ করতে চাইবেন।