ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন বিরাট কিং কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের এই কিংবদন্তি ব্যাটসম্যান এবছর ব্যাট হাতে রিতিমতন ছন্দ হারিয়েছেন। আজ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন বিরাট কোহলি। দীর্ঘ দুইদিন পর আবার আজকে কানপুরের মাটিতে টেস্ট ক্রিকেট ফিরতে দেখা গেল সকাল থেকে এই বাংলাদেশি ব্যাটসম্যানদের তাসের ঘরের মতন উইকেট পড়তে শুরু হয়।
দলের হয়ে সর্বাধিক ১০৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস টি খেলেছিলেন প্রাক্তন বাংলাদেশী অধিনায়ক মমিনুল হক। মমিনুল ছাড়া বাকি ব্যাটসম্যানরা ছিলেন সম্পূর্ণরূপে ব্যার্থ। ২৩৩ রানে শেষ হয়েছিল বাংলাদেশ দলের ব্যাটিং। জবাবে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত সূচনা করেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম ওভার থেকে লড়াকু মনোভাব নিয়ে ব্যাটিং করতে শুরু করেছিলেন যশস্বী। অন্যদিকে পিছু পা থাকেননি অধিনায়ক রোহিত।
৪৭ রানে উইকেট হারালেন কোহলি
দলের হয়ে ১১ বলে ১টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ২৩ রান বানান ক্যাপ্টেন রোহিত শর্মা। মাত্র ৩ ওভারের মধ্যে অর্ধশতাধিক রান জুড়ে ফেলে এই জুটি। ৫১ বলে ৭২ রান করে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী। দলের হয়ে দ্রুত গতিতে রান বানাতে গিয়ে ৩৯ রানে উইকেট হারান শুভমান।
তিন উইকেট হারানোর পর আজ ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি (Virat Kohli)। দলের হয়ে আজ ফর্ম দেখালেন কোহলি। আজকের ম্যাচে মাত্র ৩৫ বলে ৪টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৪৭ রানের ইনিংস খেলেছেন কোহলি। ব্যাট করার ব্যয় দুইবার সুযোগ পেয়েছিলেন তিনি তবে তার ইনিংসটি লম্বা করতে ব্যার্থ হয়েছেন।