ভারত বনাম অস্ট্রেলিয়া: ৬৭ রান করতেই মহান ব্রায়ান লারার এই বিশ্বরেকর্ড ভেঙে দেবেন কোহলি
ADELAIDE, AUSTRALIA - JANUARY 15: Virat Kohli of India bats during game two of the One Day International series between Australia and India at Adelaide Oval on January 15, 2019 in Adelaide, Australia. (Photo by Daniel Kalisz/Getty Images)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে ক্রিকেট জগতে রেকর্ডের রথে সওয়ারি হয়েছেন। বিরাট কোহলির জন্য এখন তো প্রত্যেক ম্যাচই খালিনয় বরং প্রত্যেক রানই একটি নতুন রেকর্ডের সাক্ষী তৈরি হয়ে যাচ্ছে অথবা রেকর্ড ছুঁয়ে ফেলা হচ্ছে। এই অবস্থায় বিরাট কোহলির প্রত্যেক রানের দিকেই সকলের দৃষ্টি থাকতে শুরু করেছে।

বিরাট কোহলির নিশানায় আরো এক বড়ো রেকর্ড

বিরাট কোহলি নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ১০ বছর বছরের কিছু মাস বেশির মধ্যে একের পর এক বড়ো রেকর্ড হাসিল করে ফেলেছেন।
ভারত বনাম অস্ট্রেলিয়া: ৬৭ রান করতেই মহান ব্রায়ান লারার এই বিশ্বরেকর্ড ভেঙে দেবেন কোহলি 1
এভাবে রেকর্ড কিং বিরাট কোহলির জন্য আরো একটি বড়ো রেকর্ড অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ শুক্রবার মেলবোর্নে খেলা হবে।

মেলবোর্নে ৬৭ রান করতেই বিরাট ভেঙে ফেলবেন ব্রায়ান লারার এই রেকর্ড

মেলবোর্নে হতে চলা ওয়ানডে ম্যাচে বিরাট কোহলির নজর একটি বড়ো রেকর্ডের দিকে রয়েছে। যা হাসিল করে বিরাট বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী ব্যাটসম্যান ওয়েস্টইন্ডিজের ব্রায়ান লারাকে পেছনে ফেলে দেবেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া: ৬৭ রান করতেই মহান ব্রায়ান লারার এই বিশ্বরেকর্ড ভেঙে দেবেন কোহলি 2
ADELAIDE, AUSTRALIA – JANUARY 15: Virat Kohli of India bats during game two of the One Day International series between Australia and India at Adelaide Oval on January 15, 2019 in Adelaide, Australia. (Photo by Daniel Kalisz/Getty Images)

হ্যাঁ বিরাট কোহলির জন্য মেলবোর্নে খেলা হতে চলা ওয়ানডে ম্যাচ বিশেষ গুরুত্ব রাখে। এই ম্যাচে বিরাট কোহলি ৬৭ রান করার সঙ্গেই তারকা ব্যাটসম্যান ব্রায়ান লারাকে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার ব্যাপারে পেছনে ফেলে দেবেন।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার ব্যাপারে কোহলি ১১ নম্বরে রয়েছেন

এখনো পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করা মাত্র ১৩জন ব্যাটসম্যান রয়েছে যেখানে বিরাট কোহলি বর্তমানে ১১ নম্বরে রয়েছেন। তো অন্যদিকে ব্রায়ান লারা ১০ নম্বরে রয়েছেন। কিন্তু বিরাট কোহলি মেলবোর্নে ৬৭ করার সঙ্গেই ব্রায়ান লারাকে পেছনে ফেলে ১০ নম্বরে উঠে আসবেন।
ভারত বনাম অস্ট্রেলিয়া: ৬৭ রান করতেই মহান ব্রায়ান লারার এই বিশ্বরেকর্ড ভেঙে দেবেন কোহলি 3
বিরাট কোহলির এই সময় ওয়ানডে ক্রিকেটে ১০৩৩৯ রান রয়েছে তো ব্রায়ান লারার রানের সংখ্যা ১০৪০৫। এই অবস্থায় বিরাট কোহলি আরো ৬৭ রান করতে সফল হলেই ব্রায়ান লারাকেও পেছনে ফেলে দেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *