লাবুশেনকে প্যাভিলিয়নে ফেরালেন নীতিশ রেড্ডি, ভাইরাল বিরাট কোহলির সেলিব্রেশন !! 1

Virat Kohli: ভারতীয় দলের বিরুদ্ধে সব সময় একটি মাথা ব্যথার কারণ হয়ে ওঠেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। চলতি টেস্ট সিরিজের (IND vs AUS) আগে ফর্ম হারিয়েছিলেন তিনি। তবে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আবার হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেয়েছিলেন তিনি। গোলাপী বলের খেলায় অর্ধ শতরানের একটি ইনিংস দেখা গিয়েছিল তার ব্যাট থেকে। গতকাল ব্রিসবেন গাব্বা’তে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সারাদিন বৃষ্টি হওয়াতে ১৩.২ ওভারের বেশি ম্যাচ খেলা সম্ভব হয়নি। আজ সকালে খেলা শুরু হলে ভারতীয় দল অজি ব্যাটসম্যানদের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন দেখাতে শুরু করে দেয়। প্রথমেই দুই ওপেনারকেই প্যাভিলিয়নে ফেরান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

মার্নাস লাবুশেন ৫৪ বলে ১২ রানে ব্যাটিং করছিলেন যখন নীতীশ কুমার রেড্ডি তাকে একটি অফ স্টাম্পের বাইরে বল করেন এবং সেটি দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির হাতে সহজ একটি ক্যাচ তুলে দেন। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। মাঠে সবসময়ই উত্তেজনাপূর্ণ মনোভাব নিয়েই থাকেন কোহলি। আজকের ম্যাচে তিনি লাবুশেনের ক্যাচটি ধরে মাঠের দর্শকদের উদ্দেশ্যে মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বলেন। কোহলির এই কীর্তি নিমেষে হয়েছে ভাইরাল।

দর্শকদের চুপ করালেন কোহলি

Virat Kohli
Virat Kohli | Image: Twitter

পাঁচ টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফিতে ১-১ পর্যায়ে রয়েছে। পার্থে প্রথম টেস্টে ভারত ২৯৫ রানে জয় পেয়েছিল। তবে, গোলাপি বলের টেস্টে আবার একবার ভারতকে নাস্তানাবুদ করলো টিম অস্ট্রেলিয়া। ১০ উইকেটে ভারতকে পরাস্ত করেছিল ক্যাঙ্গারু বাহিনী। তবে তৃতীয় টেস্টে ভারতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলতি টেস্ট সিরিজটি। আসলে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে বাঁকি ম্যাচ গুলো জিততে হবে। তবে, তৃতীয় ম্যাচে গাব্বা-তে আপাতত ব্যাকফুটে অস্ট্রেলিয়া।

Read Also: Virat Kohli: টিম ম্যানেজমেন্টের ভরসা নেই বিরাট কোহলির উপর, RCB-এর অধিনায়ক হচ্ছেন এই তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *