বর্তমানে ক্রিকেট থেকে বেশ খানিকটা দূরে রয়েছেন টিম ইন্ডিয়ার তারকা বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের পর এক মাস ছুটি রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। জুলাইয়ের গোড়ায় আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলবে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ। ক্রিকেট মাঠে নামার ব্যস্ততা না থাকলেও নিজেকে অনুশীলনের মধ্যেই রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। যাতে ফিটনেসে কোনো ঘাটতি না আসে তার জন্য নিয়মিত ঘাম ঝরাচ্ছেন জিমে।
সোশ্যাল মিডিয়ায় বেশ নিয়মিত বিরাট। ইন্সটাগ্রামের দুনিয়ায় ক্রীড়াবিদদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে তিন নম্বর স্থানে রয়েছেন তিনি। ফুটবল জগতের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসির (Lionel Messi) পরেই স্থান তাঁর। বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়কের ফলোয়ারের সংখ্যা ২৫৩ মিলিয়ন, অর্থাৎ ২৫ কোটি ৩০ লাখ। প্রায়ই নিজের জীবনযাত্রার নানা টুকরো ছবি অনুরাগীদের সাথে শেয়ার করেন তিনি। গতকাল বিজের ফিটনেস চর্চার এক ভিডিও তিনি শেয়ার করেন ইন্সটাগ্রামে। নেটজনতার নজরে পড়েছে সেই ভিডিও’র ক্যাপশনটি। সাম্প্রতিক সময়ে ক্যাপশনটি বেশ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন তাঁরা।
Read More: BREAKING NEWS: বিশ্বকাপের আগে আরও বিপাকে পাকিস্তান, বোর্ডের দায়িত্ব ছাড়লেন নাজম শেঠি !!
ইন্সটাগ্রামে ইঙ্গিতবাহী পোস্ট বিরাট কোহলির-
আইপিএল মরসুমে বেশ ভালোই খেলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দুটি শতরান-সহ করেন ৬৩৯ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নেন তিন নম্বরে। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ট্রফি জিততে পারে নি এবারও। তবে বিরাটের ব্যাটিং প্রশংসিত হয়েছে। আইপিএল সাফল্যের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ‘কিং কোহলি’র ব্যাটের দিকে তাকিয়ে ছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু কেনিংটন ওভালে বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে আউট হন মাত্র ১৪ রান করে। মিচেল স্টার্কের (Mitchell Starc) অতিরিক্ত বাউন্সেরর মোকাবিলা করতে পারেন নি তিনি। আর দ্বিতীয় ইনিংসে, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে স্কট বোল্যান্ডকে (Scott Boland) অহেতুক ড্রাইভ মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন ব্যক্তিগত ৪৯ রানের মাথায়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ২০৯ রানের ব্যবধানে হারের পর থেকেই সমালোচনার মুখে গোটা দল। বাদ যাচ্ছেন না বিরাটও (Virat Kohli)। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ স্টাম্পের বলে যেভাবে ড্রাইভ মারতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হন, তা মানতে পারছেন না অধিকাংশ বিশেষজ্ঞই। শচীন তেন্ডুলকরের বিখ্যাত সিডনির ২৪১ রানের ইনিংসের উদাহরণ তুলে এনে বিরাটকে (Virat Kohli) বিঁধছেন অনেকে। যাবতীয় সমালোচনার জবাব দেওয়ার উদ্দেশ্যেই কি ইন্সটাগ্রামকে বেছে নিলেন কোহলি? তাঁর সাম্প্রতিকতম পোস্টের ক্যাপশন দেখে এমনটাই মনে করছেন অনেকে। একটি ভিডিওতে কোহলিকে (Virat Kohli) দেখা যায় ফিটনেস চর্চা করতে। পরনে গোলাপি টি-শার্ট এবং কালো শর্টস,পেশির ক্ষমতা বাড়াতে ভিডিওতে বিরাটকে দেখা যায় ওজন তুলতে। ক্যাপশনে তিনি লেখেন, “হয় তুমি অজুহাত খোঁজো, অথবা নিজেকে আরও ভালো করে তোলার উপায় খোঁজো।” যাবতীয় সমালোচনার জবাব অজুহাতে নয়, বরং পারফর্ম্যান্স দিয়েই যে তিনি দিতে চান তা স্পষ্ট কোহলির পোস্ট থেকে।
দেখে নিন সেই ইন্সটাগ্রাম পোস্ট-
ইন্সটাগ্রামের ‘কিং’ও কোহলি-
সম্প্রতি এক সংস্থার তরফ থেকে বিরাট কোহলির (Virat Kohli) সম্পত্তির হিসাব প্রকাশ করা হয়েছে। তাঁর নেট ওয়ার্থ ছাড়িয়েছে ১০০০ কোটির গন্ডী। সংস্থার হিসাব অনুযায়ী কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১০৫০ কোটি বা ১২৬ মিলিয়ন মার্কিন ডলার। বোর্ডের থেকে বার্ষিক ৭ কোটি টাকা পান তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের সাথে তাঁর চুক্তির পরিমাণ ১৫ কোটি টাকা। এছাড়াও বিজ্ঞাপন থেকে কোহলির আয় আকাশছোঁয়া। ইন্সটাগ্রাম দুনিয়ায় তৃতীয় জনপ্রিয়তম অ্যাথলিট কোহলি (Virat Kohli), প্রতি পোস্টের জন্য নেন ৮.৯ কোটি টাকা। এছাড়া ট্যুইটারে পোস্ট পিছু তাঁর দর ২.৫ কোটি টাকা। বিজ্ঞাপনী কাজে একদিনের শ্যুটিং করতে কোহলির দক্ষিণা ৭.৫ কোটি থেকে ১০ টাকার মধ্যে।