১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে একেবারে রাজকীয় ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। বুধবার দিল্লির জার্সিতে মাঠে নামেন কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে এই ম্যাচটি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের গ্রাউন্ড ওয়ানে অনুষ্ঠিত হয়েছে। রি ম্যাচে দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়ে নিজের আধিপত্য দেখালেন কোহলি। সেঞ্চুরি হাঁকানোর পর সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) আরও এক রেকর্ডে ভাগ বসিয়ে দিলেন কোহলি। টস হেরে নীতীশ কুমার রেড্ডির নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৯৮ রান।
জবাবে তিন নম্বরে ব্যাট করতে নেমে ঋষভ পন্থের দিল্লি দল চার উইকেটে জয় সুনিশ্চিত করে নেয়। এই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) ১০১ বলে ১৩১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তাঁর ইনিংসে দেখতে পাওয়া গিয়েছে ১৪টি চার এবং ৩টি ছক্কা। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে নেমেও কোহলির ব্যাট যে একটুও ধার হারায়নি, তা আবারও প্রমাণ হয়ে গেল। সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজের সেরা হয়েছিলেন বিরাট কোহলি। প্রথম ও দ্বিতীয় ওডিআই ম্যাচে সেঞ্চুরি হাঁকান কোহলি।
Read More: নিউজিল্যান্ডের দুরন্ত জয়ে বিপাকে ভারত, WTC’এর ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ব্লু ব্রিগেডরা !!
শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

এই ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করে ফেললেন বিরাট কোহলি। মাত্র ৩৩০ ইনিংসে এই কীর্তি গড়ে তিনি ভেঙে দেন সচিন তেন্ডুলকরের সর্বকালীন রেকর্ড, যিনি এই রান করতে নিয়েছিলেন ৩৯১ ইনিংস। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় এবং সামগ্রিকভাবে নবম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন ৩৭ বছর বয়সি কোহলি। তালিকায় রয়েছেন রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও স্যার ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিরা। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ওডিআই ক্রিকেটে কোহলির দাপট অব্যাহত। ৩০৮ ম্যাচে ৫৮.৪৬ গড়ে ১৪,৫৫৭ রান করেছেন বিরাট। আগামী মাসেই ভারতের মাটিতে বসতে চলেছে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের আসর। আর এই সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিলেন কিং কোহলি।