Virat Kohli: আগামী ২৩ জানুয়ারি থেকে ২০২৪-২৫ রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বের খেলা শুরু হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফি পরাজয়ের পর ভারতীয় দলের সিনিয়র প্লেয়ারদের উপর ক্ষুব্ধ ছিল ভক্তরা। পাশাপাশি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্সকে নিতান্তই বাজের আখ্যা দিয়েছেন নির্বাচকরা। নির্বাচকদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এবার থেকে সবাইকে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে হবে।
চোট পেলেন কোহলি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফি হারার পর ভারতীয় ক্রিকেটারদের, নির্বাচকদের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে যে সবাইকে এবার ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) থেকে শুরু করে ঋষভ পন্থদের (Rishabh Pant) এবার ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে। পাশাপাশি, দিল্লির সম্ভাব্যরূপ দলে বিরাট কোহলির (Virat Kohli) নাম উল্লেখ ছিল। যদিও, বিরাট কোহলিকে হয়তো রঞ্জি খেলতে দেখতে পাওয়া যাবে না। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চোটে জর্জরিত বিরাট।
Read More: CT 2025: ঠাঁই হলো না সূর্য-সঞ্জুর, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে চমক ওয়াশিংটন সুন্দর !!
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ভারতীয় দলের কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলির ঘাড়ে চোট লেগেছে। সেকারণে তাঁকে ইঞ্জেকশনও নিতে হয়েছে। জানা গিয়েছে, রঞ্জি ট্রফির বাঁকি দুই ম্যাচে কিং কোহলিকে দেখতে পাওয়া যাবে না। যদিও, দিল্লি ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে বিরাটকে নিয়ে কোনো আপডেট প্রকাশ্যে আসেনি। তবে, গোটা বিষয় নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে।
ফর্ম হারিয়েছেন কোহলি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির ব্যাটিং প্রদর্শন ছিল খুবই শোচনীয়। পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান বানিয়েছিলেন কোহলি। তবে, বাঁকি ৮ ইনিংস জুড়ে কোহলি ১১.২৫ গড়ে ৯০ রান বানান। টানা ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্ট তাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার আদেশ দিয়েছে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতকে ইতিহাস গড়তে গেলে বিরাট কোহলির (Virat Kohli) ফর্মে আসা খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় রীতিমতন ছন্দ হারিয়েছেন। গত বছর থেকেই ২০২৪ সালে কেবলমাত্র তার ব্যাট থেকে একটি শতরান দেখতে পাওয়া গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বিরাট কোহলির পারফরমেন্স খুবই ভালো। তবে বিরাটের চোট ভারতীয় শিবিরে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।