বিরাট দেখালেন ক্যাপ্টেন কাকে বলে, পন্থকে দিলেন ম্যাচ শেষ করার দায়িত্ব !! 1

Rishabh Pant: বাংলাদেশকে পরাস্ত করে টেস্ট ক্রিকেটের একাধিক রেকর্ড ভাঙলো টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানেই রয়েছে। ভারতীয় দল আজ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়লাভ করে বাঁকি দলদের বুঝিয়ে দিয়েছে ভারত এখন আর টেস্ট ম্যাচ বাঁচাতে নয় বরং টেস্ট ম্যাচ কিভাবে জিতবে তার উপরেই বেশি নজর দিতে চাইছে।

ভারতীয় দল তাদের পরবর্তী সিরিজটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই খেলতে চলেছে। আর এই সিরিজটি টিম ইন্ডিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে সিরিজের আগে আজ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলকে জেতার জন্য প্রথমে প্রয়োজন ছিল বাংলাদেশের খেলোয়াড়দের অলআউট করার আর বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় রান সংগ্রহ করা।

Read More: IND vs BAN: “প্লাস্টিক বাঘ, কোনো যোগ্যতা নেই…” ভারতের বিরুদ্ধে সিরিজ হেরে সমাজ মাধ্যমে ট্রোলের শিকার বাংলাদেশ !!

বাংলাদেশের বানানো ২৩৩ রানের বিনিময়ে ভারতীয় দল কেবলমাত্র ৩৫ ওভারের মধ্যেই ৯ উইকেটে ২৮৫ রান বানাতে সক্ষম হয়েছে। ভারতীয় দলের এই আক্রমনাত্মক ব্যাটিংয়ের পর বাংলাদেশ দলকে আবার ব্যাটিং করতে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। চতুর্থ দিন শেষে বাংলাদেশ দল তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে দুই উইকেট হারিয়ে ফেলে। এরপর পঞ্চম দিনের শুরুতে ভারতীয় বোলাররা বল হাতে বাংলাদেশি ব্যাটসম্যানদের কুপোকাত করে দেন।

৭ উইকেটে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া

Ind vs ban, pant
Yashasvi Jaiswal and Rishabh Pant | Image: Getty Images

ভারতীয় দলের বোলিং লাইন আপের সামনে বাংলাদেশ দল ১৪৬ রানের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর ব্যাটিং করতে এসে ভারতীয় দলের হয়ে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দেন জয়সওয়াল-রোহিত জুটি। ভারতীয় দলের হয়ে চতুর্থ ইনিংসে ৫১ রান বানান জয়সওয়াল এবং শেষের দিকে কোহলি ৩৭ বলে ২৯ রান বানান। তবে কোহলির সাথে শেষ জুটিতে ব্যাটিং করতে আসেন ঋষভ পন্থ (Rishabh Pant), তিনি ম্যাচ ফিনিশিং শটটিও খেলেন।

পন্থ যখন ব্যাটিং করতে আসেন তখন তিনি ছিলেন নন স্ট্রাইকার, তবে কোহলি মেহেদির প্রথম বলেই পন্থকে একটি সিঙ্গেল দেন তবে পন্থকে ওভারের বাঁকি পাঁচটি বলে স্কোরিং শট খেলতে দেননি মেহেদী, শেষমেশ পরের ওভারে তাইজুল ইসলাম বোলিং করতে আসলে কোহলি প্রথম বলে আবার সিঙ্গেল রান নিয়ে পন্থকে ম্যাচ ফিনিশ করার সুযোগ দেন। পন্থ তাইজুলের দ্বিতীয় বলেই চার মেরে ম্যাচ ফিনিশ করেন। কোহলি পন্থকে এভাবে ম্যাচ ফিনিশ করার একটি সুযোগ দিয়েছেন যা নেট মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। কোহলির প্রশংসায় নেট মাধ্যম হার্দিক পান্ডিয়াকে নিয়ে ট্রোল শুরু করে দিয়েছে। আসলে ওয়েস্ট ইন্ডিজে একটি টি-টোয়েন্টি ম্যাচে তিলক যখন অর্ধশতরান বানানোর খুব কাছে ছিলেন তখন হার্দিক ছক্কা হাঁকিয়ে খেলা শেষ করেন।

Read Also: Rishabh Pant: ভুল শুধরে নিলেন পন্থ, বিস্ফোরণ হওয়ার আগেই কোহলিকে করলেন আলিঙ্গন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *