আজ নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Match) বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ঘরের মাঠে একদিনের ক্রিকেটে নিজেদের দাপট বজায় রাখতে মরিয়া ব্লু ব্রিগেডরা। চোট সারিয়ে একাদশে কামব্যাক করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এছাড়াও দীর্ঘদিন পর মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ওডিআই একাদশে জায়গা ফিরে পেয়েছেন। আজ বরোদায় ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গিল।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড বিপক্ষদের বোলিং আক্রমণের সামনে কিছুটা চাপের মুখে পড়ে গিয়েছিল। তবে কিউই বাহিনী দুরন্ত লড়াই চালায়। এর মধ্যেই এবার গ্লেন ফিলিপস (Glenn PhilIips) আউট হয়ে যাওয়ার পর বিরাট কোহলির (Virat Kohli) অদ্ভুত সেলিব্রেশন সোশ্যাল মিডিয়া ভাইরাল হল।
Read More: অনুষ্কা নয় ইংল্যান্ডের রাস্তায় পর্নস্টারের সঙ্গে কোহলি, ভাইরাল ‘ছবি’ ঘিরে তোলপাড় !!
বিরাটের অদ্ভুত সেলিব্রেশন-

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ডেভন কনওয়ে (Devon Conway) এবং হেনরি নিকোলাস (Henry Nichollas) ওপেনিং করতে আসেন। তারা দুজনে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা জুটি বেঁধে ১৩০ বলে ১১৭ রান সংগ্রহ করেন। এই ইনিংসে গুরুত্বপূর্ণ সময় ৫ নম্বরে গ্লেন ফিলিপস ব্যাট করতে এসেছিলেন। সমর্থকরা মনে করেছিলেন তিনি ব্যাটিং অর্ডারে হাল ধরবেন। কিন্তু তিনি ১৯ বলে মাত্র ১২ রান করে মাঠ ছাড়েন।
কুলদীপ যাদবের (Kuldeep Yadav) দুরন্ত বলে শ্রেয়স আইয়ারকে ক্যাচ দিয়ে বসেন এই তারকা। মাঠ ছাড়ে বেরিয়ে যাওয়ার সময় বিরাট কোহলি অদ্ভুত সেলিব্রেশনে মেতে ওঠেন। তিনি হাতে মাধ্যমে বিন বাজানোর ভঙ্গিতে মজার ছলে ইঙ্গিত করেন। সতীর্থদের সঙ্গে মজায় মেতে ওঠেন এই তারকা ব্যাটসম্যান। এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য গ্লেন ফিলিপস গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রীতিমতো উড়ে গিয়ে কোহলির একটি ক্যাচ ধরে ছিলেন। তার জবাব দিলেন মজার ছলে বলেই নেটিজেনরা মনে করছেন।
দেখুন সেই ভিডিওটি-
নিউজিল্যান্ডের দুরন্ত লড়াই-

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলাস ধীর গতিতে যাত্রা শুরু করেছিলেন। তবে তারা দলের শক্তিশালী ভীত তৈরি করে দেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj), হর্ষিত রানাদের (Harshit Rana) বিরুদ্ধে দুরন্ত লড়াই করে জ্বলে উঠেন তারা। কনওয়ে ৬৭ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৬ টি চার এবং ১ টি ছয়। অন্যদিকে নিকোলাস খেলেন ৬৯ বলে ৬২ রান। তার ব্যাট থেকে এসেছিল ৮ টি চার।
এরপর ড্যারিল মিচেল (Daryl Mitchell) দলের ভরসা হয়ে ওঠেন। তিনি একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৭১ বলে ৮৪ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। ৫ টি চার এবং ৩ টি ছক্কা দিয়ে মিচেল ইনিংসটি সাজিয়েছিলেন। এর ফলে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে। ভারতের হয়ে ২ টি করে উইকেট সংগ্রহ করেছেন মহম্মদ সিরাজ, হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krisna)।