২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম আর এই মরশুমে টিম ইন্ডিয়ার জন্য রয়েছে দুটি বড় চ্যালেঞ্জ। প্রথমটি আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ (WC 2023)। আর দর্শকদের এই দুই টুর্নামেন্টে নজর থাকবে ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির (Virat Kohli) উপর। একজন ক্রিকেটার হিসেবে তিনি যতটা জনপ্রিয়, ঠিক তেমনটাই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলতে থাকে চর্চা। কোহলি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সাথে গাঁটছড়া বাঁধতে পারেন, তবে মহিলাদের মধ্যে তার উন্মাদনা এখনও কমেনি।
Read More: বিশ্বকাপে নেই রোহিত-কোহলি, দলের দায়িত্ব হার্দিক পান্ডিয়ার হাতেই তুলে দেওয়ার ভাবনা BCCI-এর !!
তামান্না ভাটিয়ার সাথে ফ্লার্ট করছেন কোহলি
এদিকে, সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি (Virat Kohli) এবং অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে বিরাট কোহলিকে দক্ষিণের এই অভিনেত্রীর সাথে ফ্লার্ট করতে দেখা গিয়েছে। বিরাটের এই ভিডিও প্রকাশ্যে আসতেই সকলে অনুষ্কা শর্মার সাথে প্রতারণা হয়েছে বলেই মনে করছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি রোমান্টিক ভঙ্গিতে অভিনেত্রী তামান্না ভাটিয়ার নম্বর চাইছেন এবং তামান্নাও কোহলির এই রূপে পিছলে পড়েন। আসলে, এই ভিডিওটি একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনের। বিরাটের ক্যারিয়ারের বেশ প্রথম দিকের একটি বিজ্ঞাপন।
Most loved TVC then;
Most loved celebs now @imVkohli & @tamannaahspeaks pic.twitter.com/NpdeKNFW5Q— Kumar Sourav (@AdamDhoni1) July 28, 2023
বিরাট কোহলির ক্যারিয়ার
যদিও একসময় বিরাট কোহলি ও তামান্না ভাটিয়ার সম্পর্কের গল্প নেটপড়ায় কান পাতলেই শোনা যেত, তবে অনুষ্কার সাথে সম্পর্কে যাওয়ার পর থেকে এসব থেকেই দূরেই রয়েছেন বিরাট। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে এসেছেন বিরাট কোহলি। সাননের এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন কোহলি। আগামী দিনে এই দুই ট্রফি জয় করতে ভারতীয় দলের বিরাটের ফর্ম জরুরি। পাশাপাশি, বিরাটের ক্যারিয়ারের কথা বলতে গেলে, ক্যারিয়ারের দিকে নজর দিলে দেখা যাবে, বিরাট ২৭৪ টি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে ৫৭.৩২ গড়ে, ১২৮৯৮ রান বানিয়েছেন। পাশাপাশি ৬৫ বার অর্ধশত রান ও ৪৬ বার শতরান হাঁকিয়েছেন। এছাড়া টেস্ট ক্রিকেটের কথা বলতে গেলে ১১১ টেস্ট ম্যাচ খেলে ৪৯.৩ গড়ে ৮৬৭৬ রান বানিয়েছেন কোহলি আর ১১৫ টি-টোয়েন্টি খেলে ৫২.৭৪ গড়ে ৪০০৮ রান বানিয়ে শীর্ষস্থানে রয়েছেন কোহলি।