রাঁচির পর রায়পুরেও রাজকীয় ইনিংস উপহার দিয়ে জ্বলে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Match) বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে দুরন্ত শতরান করে ইতিহাস রচনা করেছিলেন। এবার তাতেই নতুন অধ্যায় যোগ করলেন এই তারকা। বুধবার রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ব্যর্থ হওয়ার পর ৩ নম্বরে ব্যাট করতে নেমে চেনা ভঙ্গিমায় ধরা দেন কিং কোহলি। আরও একটি শতরান আসে তার ব্যাট থেকে। ফলে ভক্তদের উচ্ছাস ছিল স্বাভাবিকভাবেই। এই ম্যাচেও এবার নিরাপত্তা ভেঙে মাঠে প্রবেশ করলেন এক ভক্ত। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: নতুন বিয়ের তারিখ ফাইনাল স্মৃতি-পলাশের, এই দিনেই সাতপাক ঘুরবেন দুজন !!
বিরাট ভক্তের কান্ডে চাঞ্চল্য-

বিরাট কোহলি বিশ্বের যে মাঠেই খেলুন না কেন তাকে নিয়ে ভক্তদের উন্মাদনা একই রকম থাকে। এই বছর আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে তিনি যখন ব্যাটিং করছিলেন তখন এক যুবককে নিরাপত্তা ভেঙে স্বপ্নের নায়কের কাছে পৌঁছে যেতে দেখা যায়। ঋতুপর্ণ পাখিরা নামে সেই ভক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও পরবর্তীতে ছেড়ে দেয়। এরপর গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে রাঁচিতেও একই ছবি ধরা পড়ে। এই ম্যাচে নিরাপত্তা বেষ্টনী ভেঙে শৌভিক মুর্মু নামে এক তরুণ কোহলির কাছে পৌঁছে গিয়ে পায়ে স্পর্শ করে আশীর্বাদ নেন।
তাকেও জেলহাজতে থাকতে হয়েছে। এবার রায়পুরেও বিরাট ভক্তের পাগলামির সাক্ষী থাকল ক্রিকেট ভক্তরা। যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে এই তারকা নিজের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের ৫৩ তম শতরান পূর্ণ করলেন সেই সময় স্টেডিয়ামে সকলে উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানাচ্ছিলেন। তারপরেই জলপান বিরতির সময় দেখা যায় এক ক্রিকেট ভক্ত নিরাপত্তা ভেঙে ছুটে গিয়ে বিরাটের কাছে পৌঁছে গেছেন। সঙ্গে সঙ্গে তাকে রীতিমতো শূন্যে ধরে নিয়ে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভিডিওটি-
https://vxtwitter.com/Trend_VKohli/status/1996203607222530418
বিরাটের দুরন্ত শতরান-

রাঁচিতে কোহলির (Virat Kohli) দুরন্ত শতরানে ভর করে ভারতীয় দল জয় ছিনিয়ে নেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে আজ ওপেনিং করতে নেমে ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। যশস্বী ২২ রানে এবং হিটম্যান ১৪ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে ব্যাট হাতে হাল ধরেন বিরাট। তিনি ম্যাচে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) সঙ্গে জোট বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
আজ ৯০ বলে আরও একটি সেঞ্চুরি হাঁকিয়ে মাইলস্টোন স্পর্শ করলেন কোহলি। তার এটি ছিল আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের ৫৩ তম শতরান। ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত ৯৩ বলে ১০২ রান করে মাঠ ছাড়েন এই তারকা। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ২ টি ছয়। উল্লেখ্য রুতুরাজও একটি দুরন্ত শতরান করে দলকে সাহায্য করেন।