গম্ভীর ও BCCI’এর চাপে পড়ে অবসর নিয়েছেন বিরাট কোহলি, হলো বড় পর্দা ফাঁস !! 1

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) আইপিএল ২০২৫’এর মাঝেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। কোহলি এক সময়ে তিন ফরম্যাটে দাপিয়ে খেলে বেড়িয়েছেন, তবে সেই কোহলি এখন কেবলমাত্র ওডিআই ফরম্যাটের জন্যই উপলব্ধ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টেস্ট খেলতে দেখা গিয়েছিল বিরাট কোহলি কে তবে সেই সফরে প্রথম ম্যাচেই শত রান হাতিয়েছিলেন কোহলি তবে বাকি ম্যাচগুলিতে সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছিলেন বিরাট কোহলি। বিরাট আইপিএলের মাঝেই টেস্ট অবসর নিয়ে ভক্তদের দুঃসংবাদ দিয়েছিলেন। তবে, কোহলির এই ক্রিকেট ছেড়ে দেওয়ার পিছনে বিসিসিআইকে দোষারোপ করা হচ্ছে।

২ ফরম্যাট থেকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি

clarke-hopeful-about-virat-coming-back, বিরাট কোহলি, sourav ganguly
Virat Kohli | Image: Getty Images

বিরাট কোহলি এখন লন্ডনে রয়েছেন। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করার পর বিরাটের লক্ষ এখন একদিনের ক্রিকেটের দিকে। বিরাট কোহলিকে এদিন লন্ডনে শুক্রবার গুজরাট টাইটানসের সহকারী কোচ নাঈম আমিনের সাথে ইনডোর সেশন করতে দেখা গিয়েছে। বিরাট সেই সেশনের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন।

Read More: ভরা যৌবনেই শেষ তারকা ক্রিকেটারের ক্যারিয়ার, জাতীয় দলের দরজা হলো বন্ধ !!

কোহলি টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। এখন শুধুই এক দিনের সিরিজে কিং কোহলিকে দেখতে পাওয়া পাবে। অক্টোবরে এই বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের তবে সেই সিরিজটি আপাতত স্থগিত রাখা হয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে যাবে ভারত। আর সেই সিরিজের দুই মাস আগেই অনুশীলনে মেতে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli)। লন্ডনে তাঁর অনুশীলনের ছবি সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।

অনুশীলনে ব্যাস্ত কিং কোহলি

গম্ভীর ও BCCI’এর চাপে পড়ে অবসর নিয়েছেন বিরাট কোহলি, হলো বড় পর্দা ফাঁস !! 2
Virat Kohli and Naeem Amin | Image: Twitter

লন্ডনে কোহলির অনুশীলনে সাহায্য করেছেন গুজরাত টাইটান্সের সহকারী কোচ নইম আমিন। ইন্ডোরে নেটে নাঈমের সাথে অনুশীলন করেছেন কোহলি। সেশন শেষে সমাজ মাধ্যমে নাঈমের সাথে একটি পোস্ট শেয়ার করে কোহলি লিখেছেন, “আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে দেখা হলে সব সময়ই ভাল লাগে।” কোহলিকে এদিন ইনডোরে ধূসর রঙের টিশার্ট এবং নীল রঙের ট্রাউজারে দেখা গিয়েছে। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হতে চলেছে। ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ, আর এই সিরিজে দলে এন্ট্রি নেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই।

READ ALSO; নেতৃত্বে ঋতুরাজ, ডাক পাচ্ছেন বৈভব-রিয়ানরাও, এশিয়া কাপের ঠিক পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *