ভারতীয় দল বর্তমানে সাদা বলের ক্রিকেটে বিশ্বে রাজত্ব করলেও লাল বলের ক্রিকেটে অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই সমস্ত রকমের সমস্যা দূরে সরিয়ে রেখে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য নতুন করে দল গুছাতে শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এর মধ্যেই রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়ে তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা করে দিয়েছেন। এবার বিরাট কোহলিও (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিসিসিআই (BCCI) কর্মকর্তাদের সাথে কথা বলে সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই তিনি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়াবেন। কিন্তু এই ৩ গুরুত্বপূর্ণ কারণের জন্য এখনই বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
Read More: ভারতের মাটিতে হবে WTC’এর ফাইনাল, প্রস্তুতি শুরু করলো বিসিসিআই !!
১) অভিজ্ঞ ব্যাটসম্যান-

ভারতীয় টেস্ট দলে সাম্প্রতিক সময় একাধিক তরুণ ক্রিকেটার অভিষেক করেছেন। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিলের (Shubman Gill) মতো তারকা ব্যাটসম্যান দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকলেও তাদের মধ্যে এখনও বয়সের কারণে পরিণত বোধ তৈরি হয়নি। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো অভিজ্ঞ ব্যাটসম্যান দলের থাকায় ভারসাম্য তৈরি হয়েছিল। রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলিও (Virat Kohli) যদি না থাকেন ভারতীয় ব্যাটিং অর্ডারে সমস্যা তৈরি হবে। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় ধরে মাথা ঠান্ডা রেখে ইনিংস গড়তে হয়। ফলে বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটসম্যান না থাকলে ভারতীয় টেস্ট দলের ব্যাটিং অর্ডার অনেকটাই দূর্বল হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিরাট এখনও পর্যন্ত ভারতের হয়ে ১২৩ টেস্ট ম্যাচে ৯২৩০ রান সংগ্রহ করেছেন।
২) ফিটনেস ও পারফর্মেন্স-

বিরাট কোহলির (Virat Kohli) বয়স ৩৬ বছর হলেও শারীরিভাবে অনেক তরুণ ক্রিকেটারদের থেকেও ফিট। তিনি এখনও টেস্ট ক্রিকেটের চাপ নেওয়ার জন্য নিজেকে তৈরি রেখেছেন। অন্যদিকে সাম্প্রতিক সময় কিং কোহলির পারফর্মেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল। বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের মধ্যে মাত্র ১৯০ রান করেছিলেন। তবে এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ৫ ম্যাচে ২১৮ রান সংগ্রহ করে দলকে ট্রফি এনে দিতে সাহায্য করেছেন। এই বছর আইপিএলেও বিরাট (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন। ৭ টি অর্ধশতরানের সঙ্গে ১১ ম্যাচে ৫০৫ রান সংগ্রহ করেছেন। ফলে ক্রিকেট আলোচকদের মতে এখনও টেস্ট ক্রিকেটেও বিরাট কোহলির অনেক কিছু দেওয়া বাকি আছে।
৩) নেতৃত্ব দেওয়ার দক্ষতা-

রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মনে করা হচ্ছে শুভমান গিল (Shubman Gill) বা জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো ক্রিকেটারের কাঁধে ভারতীয় টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। তবে দুজনেরই জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই। এইরকম পরিস্থিতিতে বিরাট কোহলি (Virat Kohli) দলে থাকলে নতুন অধিনায়ককে নিজের অভিজ্ঞতার মাধ্যমে ভরসা দিতে পারতেন। মাঠের মধ্যে তার আগ্ৰাসী কৌশল সবসময় বিপক্ষদের চাপের মধ্যে রাখে। কোহলি (Virat Kohli) এখনও পর্যন্ত ৬৮ টেস্ট ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৪০ টি ম্যাচে ব্লু ব্রিগেডরা জয়লাভ করেছে। উল্লেখ্য কিং কোহলির নেতৃত্বেই ভারত ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল।