ভারতীয় তারকা ক্রিকেটারদের সন্তানরা ছোটবেলা থেকেই ক্রিকেট মহলে আলোচনায় থাকেন। তাদের দিকে বিশেষ নজর থাকে ভক্তদেরও। ফলে তাদের প্রতি প্রত্যাশা তৈরি হয়। শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) বর্তমানে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে তৈরি করছেন। সম্প্রতি বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) পুত্র আর্যবীরকে (Aryavir) দিল্লি প্রিমিয়ার লিগে (DPL) অংশগ্রহণ করতে দেখা গেছে। তবে সাম্প্রতিক সময় সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) পুত্র লিঙ্গ পরিবর্তন করে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। সম্পূর্ণরূপে মহিলা রূপে পরিবর্তিত হলেও এখনও তার ক্রিকেট খেলার প্রতি আবেগ একই রকম রয়েছে।
Read More: অধিনায়ক রোহিত, ব্যাটিং অর্ডারে যশস্বী-শ্রেয়স, অস্ট্রেলিয়ার বিপক্ষে ODI সিরিজের জন্য ভারতীয় দল প্রকাশ্যে !!
অনয়া বাঙ্গারের লড়াই-

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) পুত্র আরিয়ান বাঙ্গারও (Aryan Bangar) ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাম্প্রতিক সময় হরমোন প্রতিস্থাপন অস্ত্রোপচারের মাধ্যমে রূপান্তরকামী মহিলাতে পরিবর্তিত হন। দীর্ঘ ১১ মাস এই রূপান্তরের যাত্রা পথে একাধিক সমস্যার মুখে তাকে পড়তে হয়েছিল। পুরুষ থেকে নারী হয়ে ওঠা সহজ ছিল না তার জন্য। অনয়া বাঙ্গার (Anaya Bangar) সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার এই পরিবর্তনে অনেকেই সমর্থন করেছেন।
আবার আমায় একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছে। আমি মুশির খান (Mushir Khan), সরফরাজ খান (Sarfaraz Khan), যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মতো পরিচিত ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। আমার বাবাও একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। যার ফলে আমায় গোপনীয়তা বজায় রাখতে হয়েছিল। রুপান্তর হওয়ার পরে কয়েকজন ক্রিকেটার আমাকে তাঁদের নগ্ন ছবি পাঠিয়েছিলেন। এই ক্রিকেট দুনিয়া এখন চরম নিরাপত্তাহীনতায় ভোগে এবং খারাপ পুরুষ ক্রিকেটারে ভরে গেছে। আমি যখন একজন সিনিয়র ক্রিকেটারকে সমস্যার কথাগুলো বলি। তিনি আমাকে বলেছিলেন গাড়িতে এসো, আমি তোমার সঙ্গে শুতে চাই।”
ক্রিকেটের প্রতি আগ্রহ-

আইসিসির (ICC) সিদ্ধান্ত অনুযায়ী একজন ট্রান্সজেন্ডার অ্যাথেলিট মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করতে পারেন না। কর্মকর্তারা মহিলা ক্রিকেটের অখন্ডতা এবং নিরাপত্তা বজায় রাখতে ২০২৩ সালে এই রকম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান। তবে বর্তমানে এই আইনের সংশোধন আনার জন্য আইসিসি (ICC) আলোচনা শুরু করেছে। ফলে ক্রিকেট মাঠে আবারও স্বমহিমায় ফিরতে পারেন অনয়া বাঙ্গার (Anaya Bangar)।
সম্প্রতি তিনি নিজের একটি পুরনো ভিডিও পোস্ট করে নিজের ক্রিকেটের প্রতি আবেগকে আবারও সকলের মধ্যে তুলে ধরেন। ভিডিওতে দেখা যাচ্ছে অনয়া যখন আরিয়ান বাঙ্গার ছিলেন তখন বিরাট কোহলির (Virat Kohli) কাছ থেকে ক্রিকেটের বিষয়ে পরামর্শ নিচ্ছেন। এই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন,“যখন আমি ছোট ছিলাম বিরাট কোহলি থেকে পরামর্শ শুনছি। বর্তমানে আমি ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য লড়াই চালাচ্ছি। ক্রিকেটের প্রতি আবেগ আমার একই রকম রয়েছে।”
দেখুন সেই ভিডিওটি-
Read Also: এশিয়া কাপের জন্য ঘোষিত নয়া দল, অধিনায়ক হিসেবে কামব্যাক এই তারকা’র !!