২৩ বছর বয়সী এই অভিনেত্রীর কারণে বিপাকে পড়লেন বিরাট কোহলি, সকলের সামনে চাইলেন ক্ষমা !! 1

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জার্সিতে দুরন্ত ব্যাটিং চালাচ্ছেন। এই মৌসুমে ব্যাট হাতে বেশ ভালো ছন্দে রয়েছেন কিং কোহলি। আপাতত ১০ ম্যাচে কোহলি ৬৩.২৯ গড়ে ৪৪৩ রান বানিয়েছেন। ধারাবাহিক ভাবে কোহলির ব্যাট থেকে এবার রান দেখা যাচ্ছে, যা দেখে ভক্তদের মধ্যে বেশ উচ্ছাস তৈরি হয়েছে। আর আইপিএলের মাঝেই তাঁর পারফরমেন্স দেখে নয় বরং অন্য এক কর্মকান্ডের জন্য সমাজ মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছেন বিরাট কোহলি। কিংবদন্তি তারকা ২৩ বছর বয়সী এক অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে পড়েছেন। যার কারণে সমাজ মাধ্যমে ব্যাপক ভাবে ট্রোল হয়েছেন বিরাট কোহলি।

বিপাকে পড়লেন কিং কোহলি

Virat kohli
Virat Kohli | Image: Twitter

বিশ্ব ক্রিকেটের রাজা হলেন বিরাট কোহলি। এবার সমাজ মাধ্যমে বিরাট কোহলি ইনস্টাগ্রামে অভিনেত্রী অবনীত কৌরের একটি ছবিতে লাইক করা নিয়ে  সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। আসলে, ৩০শে এপ্রিল, অবনীত কৌরের একটি ফটোতে ‘লাভ’ রিঅ্যাক্ট দিয়েছিলেন কোহলি। আর সেই ছবিকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনা। বিরাট সমাজ মাধ্যমে খুবই কম সক্রিয় থাকেন আর এই পরিস্থিতিতে অবনীতের ছবিতে লাইক দেওয়াটা পছন্দ করেছেন না ভক্তরা। ১মে, বিরাট পত্নী অনুষ্কা শর্মার জন্মদিন, আর এদিন নিজের শুভাকাঙ্ক্ষীকে নিয়ে সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তার একটি পোস্ট শেয়ার করেছিলেন বিরাট। ভক্তরা বিরাটের এই পোস্ট বেশ উপভোগ করলেও বিরাটকে অবনীত কৌরের ফটোতে লাইক করা নিয়ে বেশ সমালোচনা করেছে।

Read More: এই তারকার উত্থানে অস্তিত্ব সংকটে ভুগছেন শুভমান গিল, জায়গা হারাতে পারেন ভারতীয় স্কোয়াডে !!

সকলের সামনে ক্ষমা চাইলেন কোহলি

Virat kohli
Virat Kohli on Avneet Kaur | Image: Twitter

তবে কোহলি এবার নিজেই সমাজ মাধ্যমে এই বিষয়ে স্পষ্টীকরণ দিতে বাধ্য হন। আসলে, অভিনেত্রী অবনীত নিজে তার ইনস্টাগ্রামে কোনো ফটো শেয়ার করেননি, বরং তারই একটি ফ্যানপেজ থেকে একটি ফটো শেয়ার করা হয়েছিল। আর সেখানেই লাভ দিয়েছিলেন বিরাট। যাতে, জল আরও না গড়ায় তার জন্য বিরাট সমাজ মাধ্যমে একটি স্টোরি শেয়ার করেছেন। তিনি ইন্সটাতে বিষয়টি নিয়ে জল ঘোলা না করার আবেদন জানিয়ে লিখেছেন, “আমি স্পষ্ট করে বলতে চাই যে আমার ফিড পরিষ্কার করার সময়, অ্যালগরিদম ভুল করে একটি ইন্টারঅ্যাকশন নিবন্ধিত করেছে। এর পেছনে আমার কোনও উদ্দেশ্য ছিল না। আমি সকলকে অনুরোধ করছি, কারণ ছাড়া কোনও অনুমান না করার জন্য। আমার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য আপনাদের ধন্যবাদ।” বিষয়টি পরিষ্কার করার পরেও বিরাটকে নিয়ে এখনও সমাজ মাধ্যম জুড়ে সমালোচনা বন্ধ হওয়ার নাম নিচ্ছে না।

Read Also: Virat Kohli: শুভমান গিলের গার্লফ্রেন্ডের সাথে চক্কর চালাচ্ছেন বিরাট কোহলি, অনুষ্কার সাথে নেবেন তালাক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *