শুভমান গিলের গার্লফ্রেন্ডের সাথে চক্কর চালাচ্ছেন বিরাট কোহলি, অনুষ্কার সাথে নেবেন তালাক !! 1

বিশ্ব ক্রিকেটের দুই বড় ক্রিকেটার হলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং শুভমান গিল (Shubman Gill)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫’এর মঞ্চে দুজনেই রুদ্ধশ্বাস ফর্মে রয়েছেন। ব্যাট হাতে শুভমান ১০ ম্যাচে ৫১.৬৭ গড়ে ৪৬৫ রান বানিয়েছেন এবং কোহলি ৬৪.২৯ গড়ে ৪৪৩ রান বানিয়েছেন। পয়েন্ট তালিকার বিচারে আপাতত কোহলিরা দ্বিতীয় স্থানে রয়েছে এবং শুভমানরা তৃতীয় স্থানে রয়েছে। দুজনেই বিশ্ব ক্রিকেটে খুবই জনপ্রিয়। তার সাথে সাথে দুজনেই প্রায়শই খবরের শিরোনামে থাকেন।

অনুষ্কার জন্মদিনে বিপদে পড়লেন কোহলি

শুভমান গিলের গার্লফ্রেন্ডের সাথে চক্কর চালাচ্ছেন বিরাট কোহলি, অনুষ্কার সাথে নেবেন তালাক !! 2
Virat Kohli | Image: Twitter

আইপিএলের মাঝেই আচমকাই বিরাট কোহলিকে নিয়ে হইচই শুরু হয়েছে সমাজ মাধ্যমে। তবে এবার ক্রিকেট সংক্রান্ত কোনো বিষয়ে নয়। বরং সোশ্যাল মিডিয়ায় বিরাটের কর্মকান্ডের জেরেই বেশ চর্চা শুরু হয়েছে। বৃহস্পতিবার ছিল বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) জন্মদিন। আর সেই উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে বেশ আবেগঘন বার্তা দিয়েছিলেন কিং কোহলি। কোহলির দেওয়া জন্মদিনের শুভেচ্ছা জানান বার্তা বেশ পছন্দ করেছিলেন নেটিজেনরা। তবে, এদিন কোহলির আরও একটি কর্মকান্ড সমাজ মাধ্যমে চর্চার বিষয় হয়ে ওঠে। আসলে কোহলি পর নারীর ইনস্টাগ্রাম ফটোতে ‘লভ’ রিঅ্যাক্ট করেন। আর তারপর থেকেই সমাজ মাধ্যম জুড়ে শুরু হয়েছে সমালোচনা। প্রসঙ্গত, এই  ছবিটি ছিল অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অভনীত কউরের। এমনকি সেই ছবিটি অভনীত নিজেও পোস্ট করেনি করেননি। বরং তাঁর একটি ফ্যান পেজ থেকেই করা হয়েছিল এই পোস্ট। তারপর থেকেই চর্চা শুরু হয় সমাজ মাধ্যম জুড়ে।

 

Read More: শুধু পাকিস্তান নয় বাংলাদেশের সাথেও ক্রিকেট বন্ধ ভারতের, বড় ঘোষণা করলো BCCI !!

পাশাপাশি, বেশ কিছু সূত্র এটাও জানিয়েছিল ভারতীয় দলের স্টার ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) নাকি সারা তেন্ডুলকর নন বরং অভিনেত্রী অভনীত কৌরের সাথে সম্পর্কে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন শুভমান ও অভনীতকে একসাথে দেখতে পাওয়া গিয়েছিল। বেশ কিছু ভক্তের ধারণা শুভমান গিলের এই মিস্ট্রি গার্লফ্রেন্ডের সঙ্গেই হয়তো নতুন সম্পর্ক জুড়েছেন বিরাট কোহলি। আসলে, শুভমান গিল এখন ভারতীয় দলের স্টার পারফর্মার, সাথে সাথে তিনি ভারতীয় দলের ভবিষ্যৎও। আগামী দিনে ভারতীয় দলের ভার যে তার কাঁধেই পড়তে চলেছে তার কোনো কিন্তুকতা নেই। শুভমান এমনিতেই একজন সুদর্শন ব্যাক্তি, বিরাটের মতন তাঁরও মহিলা ফ্যান প্রচুর। সারা টেন্ডুলকার থেকে শুরু করে সারা আলী খান এবং অভনীত কৌরের নামও জড়িয়েছে শুভমান গিলের সঙ্গে। তবে, বিরাটের এই ভুলের মাশুল গুনতে হচ্ছে বেশ।

বড় ভুল করে ফেললেন বিরাট

Virat kohli
Virat Kohli | Image: Twitter

যদিও, বিরাট সমাজ মাধ্যমে বিষয়টির খোলাসা ও করেছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘‘ফিড পরিষ্কার করার সময় অ্যালগোরিদমের জন্য ভুল করে এমন কিছু ঘটে গিয়েছে। এটা করার পিছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না, সবাইকে অনুরোধ করছি এটা নিয়ে কোনো বাড়তি চর্চা না চালানোই ভালো। আশা করি বিষয়টা সকলেই বুজতে পারবেন।” কোহলি এসব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাইলেও নেটিজেনদের নিশানায় পরে গিয়েছেন রান মেশিন বিরাট।  সমাজ মাধ্যমে খুব একটা সক্রিয় নন বিরাট, তবুও আইপিএলের মাঝে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে জড়িয়ে পড়লেন বিতর্কে।

Read Also: Virat Kohli: KL রাহুলকে যোগ্য জবাব দিলেন বিরাট কোহলি, সবার সামনেই করলেন এই কাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *