বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) এখনও ওডিআই দলের অন্যতম স্তম্ভ বলে নিজেদের প্রমাণ করছেন। অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরে এই দুই তারকা ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে চলতি ওডিআই সিরিজেও সেই প্রভাব বর্তমানে অব্যাহত রয়েছে। রাঁচিতে প্রথম ম্যাচে কোহলি ঐতিহাসিক শতরান হাঁকিয়ে ভক্তদের মন আবারও জয় করে নেন। তার এই দুরন্ত ইনিংস নির্বাচকদের জবাব দিয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। আজ প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ছবিটা একইরকম ধরা পড়ল। এই ম্যাচ চলাকালীন এবার বিরাটের বুকে যন্ত্রনা পাওয়ার খবর সামনে এল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
Read More: নতুন বিয়ের তারিখ ফাইনাল স্মৃতি-পলাশের, এই দিনেই সাতপাক ঘুরবেন দুজন !!
কিং কোহলির ঐতিহাসিক ইনিংস-

রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ১২০ বলে ১৩৫ রান সংগ্রহ করে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। তার এই ইনিংসে ভর করে ভারত ১৭ রানে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের সেরা নির্বাচিত হন এই তারকা। আজ দ্বিতীয় ম্যাচেও গুরুত্বপূর্ণ সময় হাল ধরেন তিনি। রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ফলে প্রোটিয়াদের বোলিং আক্রমণ রীতিমতো চাপের মুখে পড়ে যায়।
৯০ বলে আরও একটি ঐতিহাসিক শতরানের মাইলস্টোন স্পর্শ করেন কোহলি। এটা তার আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের ৫৩ তম সেঞ্চুরি। এই নজির এর আগে কোনো ব্যাটসম্যান ছুঁতে পারিনি। ম্যাচে শেষ পর্যন্ত ৯৩ বলে ১০২ রান করেন এই তারকা। অন্যদিকে রুতুরাজের ব্যাট থেকেও একটি দুরন্ত শতরান আসে। ফলে ভারত প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
বুকে যন্ত্রনা অনুভব করলেন বিরাট-

বিরাটকে (Virat Kohli) সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করেন। তার ফিটনেস সবসময় নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয়। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজ চলাকালীন এবার এই তারকা ব্যাটসম্যানের বুকে ব্যাথার খবর সামনে এল। তিনি সম্প্রতি এক কর্পোরেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানেই বিখ্যাত অভিনেতা সুনীল গ্ৰোভার (Sunil Grover) বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) মিমিক্রি করছিলেন।
মঞ্চে উপস্থিত বিরাট কোহলি সেই মিমিক্রি দেখে হাসিতে কার্যত মাটিতে লুটিয়ে পড়েন। তখনই বুকে যন্ত্রনা অনুভব করেন তিনি। বুক হাত দিয়ে চেপে ধরেন। তার মুখের অভিব্যক্তিতে মনে হচ্ছিল এই তারকা অসুস্থতা অনুভব করছেন। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর সঙ্গেই ব্যাট হাতে ছন্দে থাকলেও তার এই সমস্যা দলকে রীতিমতো চিন্তার মধ্যে রেখেছে। উল্লেখ্য এখনও পর্যন্ত কোহলি দেশের হয়ে ৩০৭ টি ওডিআই ম্যাচে মোট ১৪,৩৯৬ রান সংগ্রহ করেছেন।
দেখুন সেই ভিডিওটি-