চলতি বছর বড় দুটি ক্রিকেট টুর্নামেন্টের আসর বসতে চলেছে। এবারই হবে এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ। দুটোই হবে পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট। তবে এশিয়া কাপ নিয়ে একটা জট তৈরি হয়েছে। সেই জট কেটে গেলে একটা ঐতিহাসিক দৃশ্য দেখবে ক্রিকেট বিশ্ব। আর সেটা হলে বিরাট কোহলি-কে (Virat Kohli) পাকিস্তানের মাটিতে খেলতে দেখা যাবে। আর সেটা হলে পাকিস্তানে থাকা বিরাট কোহলি-র ফ্যানদের অনেকদিনের সেই আশা পূর্ন হতে হবে। এখনই পুরোটা জোর গলায় বলা না গেলেও ইতিবাচক একটা পরিবেশ অবশ্যই সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিসিসিআই সভাপতি রজার বিনি বলে দিয়েছেন যে এশিয়া কাপ ২০২৩-এর জন্য পাকিস্তান সফর করার সিদ্ধান্ত বোর্ডের নয়। যাওয়া কিংবা না যাওয়াটা পুরোটাই সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
পাক মাটিতে অপেক্ষায় রয়েছেন বিরাটের ফ্যানরা
পাকিস্তানে বিরাট কোহলির (Virat Kohli) প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। ইংল্যান্ডে বিরুদ্ধে মুলতানে খেলা দ্বিতীয় টেস্টে দুই পাক সমর্থক দুটি প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। সেখানে বিরাট কোহলির জন্য একটি বার্তা লেখা ছিল। পাকিস্তানি ভক্তরা লেখেন- ‘হ্যালো কিং কোহলি! তুমি পাকিস্তানে এসে এশিয়া কাপ খেলো। বাদশাহ বাবরের চেয়েও বেশি ভালোবাসা দেব।’ তবে শুধু এটাই নয়, তার আগেও পাকিস্তানের মাটিতে প্রচুর বিরাট কোহলির ফ্যানকে দেখা গিয়েছে। বারবার সেই দেশের ক্রিকেটপ্রেমী মানুষজন বিরাটকে নিজেদের দেশে দেখতে চান। এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়া পাক মাটিতে খেললে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।
বাহরাইনে আলোচনা হবে এশিয়া কাপ নিয়ে
শোনা যাচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৩ এশিয়া কাপের অবস্থান নিয়ে আলোচনা করার জন্য ৪ ফেব্রুয়ারি বাহরাইনে একটি জরুরি বৈঠক করবে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি লাহোরে মিডিয়াকে বলেছেন যে তার সাম্প্রতিক দুবাই সফরের সময়, তিনি এসিসি সদস্যদের বোর্ড মিটিং করতে রাজি করতে সক্ষম হয়েছিলেন। “এটি একটি বড় অগ্রগতি যে এসিসি বোর্ড বাহরাইনে ৪ঠা ফেব্রুয়ারি বৈঠক করবে এবং এশিয়া কাপ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।” সব মিলিয়ে এশিয়া কাপ নিয়ে জট খোলার একটি পরিবেশ তৈরি হয়েছে। আর সেটা হলে দুই দেশের ক্রিকেটপ্রেমী মানুষ এই ক্রিকেট নিয়েই নতুন দিশা দেখতে পাবে। সঙ্গে তৈরি হবে এক নয়া ইতিহাস।