প্রতিবন্ধী ভক্তের সঙ্গে খারাপ আচরণ বিরাট কোহলির, ভিডিও ভাইরাল হতেই শুরু সমালোচনা !! 1

ভারতে ক্রিকেটকে নিয়ে উন্মাদনা সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই দেশের তারকা ক্রিকেটারদের তরুণ প্রজন্ম নিজেদের আদর্শ হিসেবে দেখেন। শুধুমাত্র ক্রিকেট মাঠের মধ্যে নয় তার বাইরেও তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ প্রকাশ করে থাকেন ভক্তরা। বিরাট কোহলি (Virat Kohli) বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও তাকে নিয়ে এখনও সমর্থকদের মধ্যে আবেগ এক‌ইরকম রয়েছে। সম্প্রতি তাকে বৃন্দাবনে সময় কাটাতে দেখা গেছে। ভগবানের কাছে আশীর্বাদ নেওয়ার পর মুম্বাই ফেরার সময় এবার বিতর্কে জড়ালেন এই তারকা।

Read More: চোটের কারণে ছিটকে গেলেন শুভমান গিল, আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলে !!

বিতর্কে বিরাট কোহলি-

প্রতিবন্ধী ভক্তের সঙ্গে খারাপ আচরণ বিরাট কোহলির, ভিডিও ভাইরাল হতেই শুরু সমালোচনা !! 2
Virat Kohli and Anushka Sharma | Image: Twitter

বর্তমানে প্রায় পাকাপাকিভাবে লন্ডনে থাকছেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। গত রবিবার ভারতে মেসি সফরের মধ্যেই তারা দেশে ফিরেছেন। মনে করা হচ্ছিল বিশ্বের অন্যতম কিংবদন্তি তারকা ফুটবলারের সঙ্গে কিং কোহলিকে দেখতে পাওয়া যাবে। তবে সেইরকম দৃশ্যের সাক্ষী থাকতে পারেনি ভারতীয় জনতা। সম্প্রতি এই জনপ্রিয় জুটিকে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা গিয়েছিল। তাদের আজকাল বেশিরভাগ সময় মন্দিরে ভগবানের আরাধনা অংশগ্রহণ করতে দেখা যায়। বুধবার বৃন্দাবন থেকে মুম্বাইয়ে ফেরার বিরাট কোহলির (Virat Kohli) একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

তাতে দেখা যাচ্ছে এক বিশেষ চাহিদা সম্পন্ন এক অল্পবয়সী ভক্ত ভারতীয় এই তারকা ক্রিকেটারের কাছে চলে আসেন এবং স্বপ্নের নায়কের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। কিন্তু কিং কোহলি তার দিক ফিরেও তাকাননি। সম্পূর্ণ উপেক্ষা করে নিজের গাড়ির দিকে এগিয়ে যান। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সেই ক্রিকেট ভক্তকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। অনেক সমর্থক‌ই বিরাটের থেকে এইধরনের ব্যবহার আশা করেননি বলেই জানাচ্ছেন।

দেখুন সেই ভিডিওটি-

দুরন্ত ফর্মে বিরাট-

বিরাট কোহলি
Virat Kohli | Image: Getty Images

ইংল্যান্ড (India vs England Test Series) সফরের আগে এই বছরের শুরুতেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর ঘোষণা করেন বিরাট কোহলি (Virat Kohli)। বর্তমানে তিনি শুধুমাত্র ওডিআই ক্রিকেটকে পাখির চোখ করেছেন। ২০২৭ একদিনের বিশ্বকাপের (ODI WC 2027) জন্য সম্পূর্ণভাবে নিজেকে প্রস্তুত করছেন। সাম্প্রতিক সময় দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা।

রাঁচিতে প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচ রায়পুরেও তার ব্যাট থেকে দুরন্ত একটি শতরান আসে। তৃতীয় ওডিআইতেও ৪৫ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন। ফলে ৩ ম্যাচে ৩০২ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন এই তারকা। এখনও পর্যন্ত তার ওডিআই ক্রিকেটে মোট ৫৩ টি শতরান রয়েছে।

Read Also: নিলাম শেষ হতেই ফাঁস KKR’এর নতুন অধিনায়কের নাম, গম্ভীর-শাহরুখের পছন্দের তারকা পাচ্ছেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *